কলকাতা: জল্পনা চলছিলই৷ সেই জল্পনা সত্যি করে ফের বাড়ল গরমের ছুটি৷ আরও ১১ দিন স্কুলে গরমের ছুটি বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ২৬ জুন পর্যন্ত স্কুলে গরমের ছুটি থাকবে। সোমবার বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানায় স্কুল শিক্ষা দফতর। বৈশাখের দাবদাহ থেকে বাঁচতে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল৷ সিদ্ধান্ত হয়েছিল ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি থাকবে৷ জৈষ্ঠের দহনে পড়ুয়াদের সমস্যার কথা ভেবে ফের গরমের ছুটি বাড়িয়ে দিল রাজ্য সরকার৷ সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি বাড়ানো নিয়ে রবিবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিতেই শিক্ষা দফতরের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে৷
করোনাকালে প্রায় দুই বছর বন্ধ ছিল স্কুল। তারপর স্কুল খুললেও গ্রীষ্মের ছুটি এগিয়ে আনায় বিভিন্ন মহলে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়। শিক্ষা দফতর সূত্রে খবর, রবিবার উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে প্রাণহানি এবং অনেকের অসুস্থ হয়ে পড়ার ঘটনা সামনে আসতেই স্কুলের পড়ুয়াদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ তাদের সুরক্ষার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন তিনি। এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও কথা বলেন তিনি৷ এমন ভয়ঙ্কর গরম চলতে থাকলে স্কুলপড়ুয়ারা অসুবিধায় পড়বে বলেই মনে করেন তিনি। এই বিষয়ে শিক্ষামন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করছে মানুষ। পরিস্থিতি বিচার করেই এই সিদ্ধান্ত।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>