দশম শ্রেণির পাঠ্যে এবার নেতাজির লেখা বই! আর্জি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী

কলকাতা: দশম শ্রেণির পাঠ্যে জুড়ল নতুন বই৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই ঘটবে সংযোজন৷ যদিও এটি  সিলেবাস বা পরীক্ষার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না৷ তবে পড়ুয়াদের কাছে…

netaji bose

কলকাতা: দশম শ্রেণির পাঠ্যে জুড়ল নতুন বই৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই ঘটবে সংযোজন৷ যদিও এটি  সিলেবাস বা পরীক্ষার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না৷ তবে পড়ুয়াদের কাছে এই বইটির গুরুত্ব অপরিসীম বলেই তা আবশ্যিক করা হচ্ছে।

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ইচ্ছা ছিল এই বইটি যাতে স্কুলে পড়ানো হয়৷  গত জানুয়ারি মাসে একটি সরকারি অনুষ্ঠানে তিনি নিজে শিক্ষামন্ত্রী এবং শিক্ষাসচিবকে এই বিষয়ে অনুরোধ করেছিলেন৷ তার পরেই এই সিদ্ধান্ত৷ এই বইটি নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা ‘তরুণের স্বপ্ন’। যা আগামী শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির পাঠ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। নেতাজির লেখা বই পড়লে পড়ুয়াদের মধ্যে মূল্যবোধ, দেশাত্মবোধ, আত্মবিশ্বাস গড়ে উঠবে বলেই মনে করছে শিক্ষা মহল৷