জলের বোতল নিয়ে ঢোকা যাবে না মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে, আর কী কী নিষিদ্ধ?

জলের বোতল নিয়ে ঢোকা যাবে না মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে, আর কী কী নিষিদ্ধ?

কলকাতা: মাঝে আর মাত্র একদিন৷  ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে পরীক্ষার্থীরা৷ সুষ্ঠুভাবে মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করা নিশ্চিত ভাবেই চ্যালেঞ্জ মধ্যশিক্ষা পর্ষদের কাছে। প্রশাসনের তরফে বিভিন্ন বন্দোবস্ত করা হচ্ছে৷ পরীক্ষার্থীদের জন্যেও রয়েছে একাধিক নিয়ম৷ পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা কেন্দ্রে জলের বোতল নিয়ে ঢুকতে পারবেন না পরীক্ষার্থীরা৷ এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের স্ট‌্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি মেনে কোনও বই বা নোটস জাতীয় কোনও রকম পড়াশোনার সামগ্রী, ফাইল, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, পেন ড্রাইভ, লগ টেবিল, বৈদ্যুতিন পেন/স্ক্যানার, কার্ডবোর্ড, মোবাইল ফোন, ব্লুটুথ, কিন্ডেল রিডার, ইয়ারফোন/বাডস, ট্যাব, পেজার্স, হেল্থ ব্যান্ড, ক্যামেরা ইত্যাদি  পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না। এমনকী রাখা যাবে না ওয়ালেটও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *