স্টুডেন্ট সায়েন্স ভিলেজের দরজা খুলছে বিজ্ঞান উৎসবে

কলকাতা: অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব৷ আগামী ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব৷ এবছরের থিম ‘রাইজেন’ ইন্ডিয়া৷ অর্থাৎ, ‘রিসার্চ, ইনোভেশন এবং সায়েন্স এমপাওয়ারিং দ্য নেশন’৷ ‘স্টুডেন্ট সায়েন্স ভিলেজ’ হতে চলেছে এই উৎসবের মূল আকর্ষণ৷ ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০১৯’–এর উদ্বোধন হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে৷ এগ্রিকালচারাল সায়েন্টিস্ট মিট, হেল্থ রিসার্চ

স্টুডেন্ট সায়েন্স ভিলেজের দরজা খুলছে বিজ্ঞান উৎসবে

কলকাতা: অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চম আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব৷ আগামী ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব৷ এবছরের থিম ‘রাইজেন’ ইন্ডিয়া৷ অর্থাৎ, ‘রিসার্চ, ইনোভেশন এবং সায়েন্স এমপাওয়ারিং দ্য নেশন’৷ ‘স্টুডেন্ট সায়েন্স ভিলেজ’ হতে চলেছে এই উৎসবের মূল আকর্ষণ৷

‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০১৯’–এর উদ্বোধন হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে৷ এগ্রিকালচারাল সায়েন্টিস্ট মিট, হেল্থ রিসার্চ কনক্লেভ, ন্যাশনাল সায়েন্স টিচার্স কংগ্রেস, ইন্টারন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল–সহ ৩০টি অনুষ্ঠান ও বিভিন্ন প্রযুক্তির প্রদর্শনী হবে উৎসবে৷ এবারই প্রথম বিশেষভাবে সক্ষমদের স্বাভাবিক চলাফেরার সুবিধায় কৃত্রিম অঙ্গের আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও ভার্চুয়াল রিয়েলিটির ওপর প্রদর্শনী হবে৷

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের পাশাপাশি ডিআরডিও, ইসরো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, বোস ইনস্টিটিউট, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি উৎসবে অংশগ্রহণ করছে৷ বিশ্ববাংলা কনভেনশন সেন্টার, সায়েন্স সিটি, সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট, বোস ইনস্টিটিউট ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজিতে উৎসবের বিভিন্ন প্রদর্শন হবে৷ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ডিজি শেখর সি মান্ডের মতে, বহু যুগান্তকারী আবিষ্কার ভারতে হয়েছে৷

আধুনিক বিজ্ঞানে কলকাতার বিরাট অবদান রয়েছে৷ বিভিন্ন দেশের বিজ্ঞান–সম্পর্কিত চলচ্চিত্র নির্মাতাও আসবেন উৎসবে৷ আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, কানাডা, ইজরায়েল এবং সুইৎজারল্যান্ডের সিনেমা–নির্মাতারা তাঁদের ছবি দেখাবেন৷ থাকবেন বিজ্ঞান–লেখকেরা৷ বহু তরুণ বিজ্ঞানী থাকবেন৷ থাকবেন মহিলা উদ্যোগীরা৷ এটা ছাত্র ও তরুণ গবেষকদের কাছে একটা বড় সুযোগ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 6 =