রাতারাতি নম্বর বদলে উচ্চমাধ্যমিকে পাশ একাংশ, তোলপাড় নাকতলা, বিক্ষোভ জেলায় জেলায়

রাতারাতি নম্বর বদলে উচ্চমাধ্যমিকে পাশ একাংশ, তোলপাড় নাকতলা, বিক্ষোভ জেলায় জেলায়

কলকাতা: নাকতলার আনন্দ আশ্রম বালিকা বিদ্যালয়ে ছাত্রী বিক্ষোভ৷ উচ্চমাধ্যমিকে অকৃতকার্য ছাত্রীদের একাংশকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগে উত্তপ্ত স্কুল চত্বর৷ অভিযোগ উচ্চমাধ্যমিকে ২৬ জন অকৃতকার্য হয়েছিলেন৷ তাঁদের মধ্যে কয়েকজনকে পাশ করিয়ে দেওয়া হয়েছে৷ বদলে গিয়েছে তাঁদের মার্কশিটের নম্বর৷ রাতারাতি কী ভাবে এই নম্বর বদল হল তা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রীরা৷ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের৷ 

আরও পড়ুন- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা বাড়ছে যোগী রাজ্যে, আবেদন গুজরাত থেকেও

রাতারাতি কিছু ছাত্রীকে পাশ করানোর অভিযোগে এদিন স্কুলে বিক্ষোভ দেখান অকৃতকার্য ছাত্রীদের অভিভাবকরাও৷ এক ছাত্রীর কথায়, ২৬ জনকে আটকানো হয়েছিল৷ তার মধ্যে ৬ জন কী ভাবে পাশ করে গেল? ফল প্রকাশের দু’দিন পরেই বদলে যায় রেজাল্ট৷ প্রথমে যার নম্বর ১৭ দেওয়া হয়েছিল, তাঁকে ৭১ নম্বর দিয়ে পাশ করানো হয়েছে বলে অভিযোগ৷ কী ভাবে দ্রুত নম্বর বদল? প্রশ্ন ছাত্রীদের৷

আরও পড়ুন- উচ্চমাধ্যমিক: পড়ুয়াদের বিদ্রোহ, অবিলম্বে সংসদকে পদক্ষেপের নির্দেশ নবান্নের

অন্যদিকে শ্যামবাজার এভি স্কুলেও চলছে ছাত্র বিক্ষোভ৷ ডোমকলেও উচ্চমাধ্যমিকে কম নম্বর পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের৷ রায়পুর হাইস্কুলে চলল ভাঙচুর৷ এই স্কুলের ১১৫জন ছাত্রই পাশ করেছেন৷ কিন্তু অভিযোগ, তাঁদের কম নম্বর দেওয়া হয়েছে৷ একাদশে কম নম্বর থাকায় উচ্চমাধ্যমিকে কম নম্বর আসে৷ এর পরেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁরা ক্ষোভে ফেটে পড়ে৷ শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ঘরে তালা বন্ধ করে গোটা স্কুলে ভাঙচুর চালানো হয়৷ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ৷ ২৯ তারিখ প্রধান শিক্ষকদের সঙ্গেও আলোচনা হবে বলে আশ্বাস দেওয়া হয় ছা্ত্রদের৷ এর পরেই পরিস্থিতি শান্ত হয়৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 17 =