নেশা-মুক্তির মুচলেকা লিখিয়ে ছাত্র ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ সন্ধ্যা নামলেই ক্যাম্পাসের বাতাস ভরে ওঠে গাঁজা, মদের গন্ধে৷ দশকের পর দশক ঘটনা এখন ঐতিহ্যে পরিণত হয়ে গিয়েছে৷ ক্যাম্পাসে বেপরোয়া নেশা, উল্লাসের সেই পরিচিত ছবি এবার বদলাতে চলেছে৷ অন্তব্য বদলের চেষ্টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের৷ এবার নেশা-মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে খাতায় কলমে মুচলেকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির প্রক্রিয়া যাদবপুরে৷ কোন মাদকদ্রব্য সেবন নয়, কোনও

নেশা-মুক্তির মুচলেকা লিখিয়ে ছাত্র ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ সন্ধ্যা নামলেই ক্যাম্পাসের বাতাস ভরে ওঠে গাঁজা, মদের গন্ধে৷ দশকের পর দশক ঘটনা এখন ঐতিহ্যে পরিণত হয়ে গিয়েছে৷ ক্যাম্পাসে বেপরোয়া নেশা, উল্লাসের সেই পরিচিত ছবি এবার বদলাতে চলেছে৷ অন্তব্য বদলের চেষ্টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের৷ এবার নেশা-মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে খাতায় কলমে মুচলেকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির প্রক্রিয়া যাদবপুরে৷ কোন মাদকদ্রব্য সেবন নয়, কোনও মদ্যপান নয়, এমনটা ঘোষণা করে তবেই ভর্তি হবেন নবাগতরা৷ তবে, মুচলেকা নিয়ে বিতর্ক উঠলেও নেশা-মুক্ত ক্যাম্পাস আদৌও সম্ভব? নজরদারির বদলে মুচলেকা নিয়ে উঠছে প্রশ্ন৷

বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাবর্ষে পড়ুয়াদের ওই মুচলেকায় লিখে জানাতে হবে যে, তাঁরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ও হোস্টেল মাদকদ্রব্য সেবন বা মদের নেশা করবে না৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কলাবিভাগ, বিজ্ঞানবিভাগ ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি এই সপ্তাহেই শুরু হবে৷ ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, তিনটি বিভাগের প্রার্থীদেরই এই মুচলেকায় সই করতে হবে৷ তবে নেশা করতে গিয়ে ধরা পড়লে অপরাধীদের কী ধরণের শাস্তি দেওয়া হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও  জানিয়েছেন৷

কিন্তু এমন মুচলেকা দিতে বলার সিদ্ধান্ত কেন নিতে হল? এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান, পড়ুয়াদের জন্য এমন একটি সিদ্ধান্ত নেওয়া এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে৷ আগে যা ছিল, তা ছিল৷ এর আগে একমাত্র নবাগতদের র‍্যাগিং সংক্রান্ত একটি মুচলেকায় সই করতে হত৷

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে বারেবারেই নেশা ও মদ্যপানের অভিযোগ উঠেছে৷ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ও ছাত্রাবাসের মধ্যেও মদ্যপান ও মাদকদ্রব্য সেবনের ঘটনা প্রকাশ্যে এসেছে৷ এরপরেই কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ আরোপ করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × four =