Aajbikel

উচ্চমাধ্যমিকেও এবার বজ্র আঁটুনি, কেন্দ্রের ভিতরেও থাকবে পুলিশি পাহারা

 | 
পড়ুয়া

 কলকাতা:  চলতি বছর থেকে বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রের ধরণ৷ এবার থেকে আর মাল্টিপল চয়েস ও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য আলাদা আলাদা উত্তরপত্র থাকছে না। একটিই উত্তরপত্র থাকবে৷ সেখানে নির্দিষ্ট ছক কাটা থাকবে। তার মধ্যেই প্রশ্নগুলির উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের। তবে শুধু উত্তরপত্রেই বদল নয়, এবার মাধ্যমিকের আদলে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেই থাকছে বজ্র আঁটুনি৷ প্রতিটি পরীক্ষাকেন্দ্রে বসছে সিসি ক্যামেরা৷ পাশাপাশি থাকবে লকার রুম। সেখানে যাবতীয় সামগ্রী রেখে পরীক্ষা হলে ঢুকতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রের ভেতরেও থাকবে পুলিশি পাহারা৷ বৃহস্পতিবার আসানসোলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বৈঠকে এই বিষয়গুলি উঠে এসেছে। 

আরও পড়ুন- পরীক্ষার খাতা দেখার পারিশ্রমিক বাড়ল, উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত


উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আগে পার্ট ১ এবং পার্ট ২ দু’টি ভাগে প্রশ্ন থাকত। পার্ট ১ প্রশ্নের উত্তর প্রশ্নপত্রেই লিখতে হতো। ওই প্রশ্নপত্রটি পরীক্ষার্থীরা জমা দিয়ে দিত৷ পার্ট ২ প্রশ্নটি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেত৷ তবে পার্ট ১ প্রশ্নপত্র বাড়ি নিয়ে যাওয়ার সুযোগ ছিল না। এবার থেকে সেই নিয়মের পরিবর্তন হচ্ছে। কাউন্সিল থেকে যে নমুনা উত্তরপত্র পাঠানো হয়েছে তাতে দেখা যাচ্ছে পার্ট ১ প্রশ্নগুলির উত্তর দেওয়া জন্য উত্তরপত্রেই নির্দিষ্ট ছক কাটা থাকবে। সেখানেই উত্তর লিখতে হবে। 


পাশাপাশি থাকছে কড়া নজরদারি ব্যবস্থা৷ মাধ্যমিক পরীক্ষার মতোই উচ্চ মাধ্যমিকেও প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ন্যূনতম তিনটি সিসি ক্যামেরা,  গেটের সামনে লকার রুমে পরীক্ষার্থীদের সামগ্রী রাখার ব্যবস্থা থাকছে৷ পরীক্ষা ব্যবস্থাপনার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রদেব ভট্টাচার্য জানান, ২০২৩ সালে ৯১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ১৮৪। মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেকটাই বেশি। মহিলা পরীক্ষার্থী ১৬ হাজার ১৭২ ছেলে ১২ হাজার ১২। 

Around The Web

Trending News

You May like