Aajbikel

পরীক্ষার আগে রাত জেগেই সাফল্য, ৯৯.৭৫% পেয়ে ISC-কে দেশে প্রথম কলকাতার মান্যা, যুগ্ম প্রথম শুভম

 | 
মান্যা শুভম

কলকাতা:  ২০২৩-এ আইএসসি (ISC) পরীক্ষায় প্রথম কলকাতার মেয়ে মান্যা গুপ্তা৷ কলকাতার হেরিটেজ স্কুলের ছাত্রী মান্যার প্রাপ্ত নম্বর ৩৯৯। ৯৯.৭৫% নম্বর পেয়ে মান্যার সঙ্গেই প্রথম স্থান দখল করেছে বাংলার আরও এক কৃতী ছাত্র শুভম আগরওয়াল৷ জলপাইগুড়ি জেলার ভক্তিনগরে সেন্ট জোসেফ স্কুলের পড়ুয়া সে। 


মান্যা যখন অষ্টম শ্রেণির পড়ুয়া তখন থেকেই সাইকোলজি নিয়ে পড়ার ইচ্ছা তাঁর। বড় হয়ে মনোবিদ হতে চান তিনি৷ বিদেশে গিয়ে সাইকোলজি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা তাঁর। মান্যার বাড়ি নিউ গড়িয়া৷ বাড়িতে রয়েছে মা। বাবা আর বোন আপাতত দিল্লিতে রয়েছেন। রবিবার রেজাল্ট জানার পর থেকে আবেগে ভাসছে গোটা পরিবার। মুহূর্তের মধ্যে বজলে গিয়েছে মান্যার জীবনও। তাঁর কথায়, ‘রেজাল্টের বেরনোর পর থেকে বন্ধুরা  বাড়িতে আসছে। আমি টপার, বসে বসে ইন্টারভিউ দিচ্ছি। অন্যরমক লাগছে’। অন্যদিকে, শিলিগুড়ির শুভম আইন নিয়ে পড়তে চান। এরপর ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আইএএস হওয়ার ইচ্ছে রয়েছে তাঁর।


মান্যার স্কুলের প্রিন্সিপাল সীমা সাপ্রু ছাত্রীর এই সাফল্যে আনন্দিত। কীভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন জানতে চাওয়া হলে মান্যা বলেন, ‘ভাবতেই পারিনি এত ভাল হবে। স্কুল খুব সাহায্য করেছে। কোভিডের পর বাড়তি ক্লাস ও টিউশন অনেকটা সাহায্য করেছে। তবে মান্যা বলেন, ‘আমি সারা বছর পড়ি না। আমি ওইরকম ছাত্রী নয়। পরীক্ষার আগে সারারাত জেগে পড়েছি।’ 

Around The Web

Trending News

You May like