কলকাতা: আগামী শনিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা৷ কিন্তু এখনও বন্ধ রয়েছে লোকাল ট্রেন৷ তাই পরীক্ষার্থীরা কী ভাবে সময় মতো কেন্দ্রে পৌঁছবে তা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছে৷ এই অবস্থায় ১৭ জুলাই পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতে স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়, সেই আবেদন জানিয়ে রেলকে চিঠি পাঠাল রাজ্য৷
আরও পড়ুন- বিধিনিষেধ মেনে পড়শি রাজ্যে খুলছে স্কুল, সেই পথে যেতে নারাজ বাংলা
বৃহস্পতিবার পরিবহণ দফতর থেকে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষকে চিঠি লেখা হয়েছে৷ ওই চিঠিতে বলা হয়েছে, আগামী শনিবার অ্যাডমিট কার্ড দেখে পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের যেন ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হয়৷ পাশাপাশি পরীক্ষার কথা মাথায় রেখে ওই দিন আরও বেশি ট্রেন চালানো যায় কিনা, সেই বিষয়টিও ভেবে দেখতে বলা হয়েছে৷ এছাড়াও পরীক্ষাকেন্দ্রগুলিতে যাঁরা পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁদেরও বিশেষ ট্রেনে ওঠার অনুমতি দেওয়ার জন্য রাজ্যের তরফে রেলকে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৩০ জুলাই পর্যন্ত রাজ্যে করোনা সংক্রান্ত বিধি নিষেধ জারি থাকার কথা জনানো হয়েছে৷ আগামী ৩০ শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন৷ তবে বাস, ট্যাক্সি চলবে৷ তবে সব ক্ষেত্রেই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চালাতে হবে৷ এই অবস্থায় পরীক্ষার্থী ও অভিভাবকদের দুশ্চিন্তা দূর করতেই রেলকে চিঠি পাঠানো হয়েছে৷