শ্রেণিকক্ষে পঠন-পাঠন চাই! ‘পাড়ায় শিক্ষালয়’ নাকচ করছে শিক্ষক মহল

শ্রেণিকক্ষে পঠন-পাঠন চাই! ‘পাড়ায় শিক্ষালয়’ নাকচ করছে শিক্ষক মহল

c6de4a9ee3139ec43a83539582bb6bb6

কলকাতা: রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি সরকার কিন্তু আগামী মাস থেকে ‘পাড়ায় শিক্ষালয়’ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৭ ফেরুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু রাজ্যের এই উদ্যোগকে মোটেই ভালো চোখে দেখছে না শিক্ষক মহল। ইতিমধ্যেই এই নিয়ে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।

আরও পড়ুন- আগামী মাসেই চালু ‘পাড়ায় শিক্ষালয়’, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

আজ দুপুরে সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। তাদের দাবি, ‘পাড়ায় শিক্ষালয়’ নয়, প্রথম থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পঠন-পাঠন চালু করতে হবে। যতদিন তা না হচ্ছে ততদিন সমস্ত ধরনের ভোট, মেলা, অনুষ্ঠান চালু করা চলবে না। আগে পঠন পাঠন চালু হোক, তার পর সবকিছু স্বাভাবিক হবে। বিক্ষোভ কর্মসূচির পর বিকাশ ভবনে শিক্ষা দফতরে ডেপুটেশন ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি পত্র পেশ করা হয় এই সংগঠনের পক্ষ থেকে। গতকালই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, যে উদ্যোগ বাংলার সরকার নিয়েছে তা দেশের অন্য কোনও রাজ্যে কোভিড অতিমারির মধ্যে নেওয়া হয়নি। তাই মনে করা হচ্ছে, বাংলার এই উদ্যোগ গোটা দেশকে পথ দেখাবে। পাশাপাশি তিনি আরও জানান, প্রায় ২ লক্ষ শিক্ষক-শিক্ষিকাকে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। একই সঙ্গে ১২ হাজার প্রধান শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা স্পষ্ট করতে পারেননি তিনি। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এর ঘোষণা করবেন সব দিক খতিয়ে দেখে। ব্রাত্য জানান, রাজ্যের কোভিড পরিস্থিতির দিকে নিয়মিত নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্য দফতরের সঙ্গে এই বিষয় নিয়ে পর্যালোচনা চলছে। মুখ্যমন্ত্রী নিজে এই বিষয় নিয়ে চিন্তিত এবং যাতে শিশুদের ক্ষতি না করে, সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে স্কুল খোলা যায় সেই ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। শিক্ষামন্ত্রীর কথায়, মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার স্কুল খোলার পক্ষেই। কিন্তু যাতে স্কুল খুলে আবার তা বন্ধ করার উপক্রম না তৈরি হয় তার জন্যই উদ্যোগ নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *