রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ, সিঁদুরে মেঘের আশঙ্কা

কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in ওয়েবসাইটে ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা৷ পিছিয়ে যাওয়া পরীক্ষা শেষের ২৪ দিনের মাথায় এই ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, এবার আর মপ-আপ কাউন্সেলিং করবে না জয়েন্ট বোর্ড৷ আগে যেভাবে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের মাধ্যমে আসন পূরণ হতো এবারও সেই রকম হতে চলেছে৷

f9a9287e6ede8cc76f82dc971405f8ad

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ, সিঁদুরে মেঘের আশঙ্কা

কলকাতা: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in ওয়েবসাইটে ব়্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা৷ পিছিয়ে যাওয়া পরীক্ষা শেষের ২৪ দিনের মাথায় এই ফলাফল প্রকাশিত হয়েছে বলে জানা গিয়েছে৷

সূত্রের খবর, এবার আর মপ-আপ কাউন্সেলিং করবে না জয়েন্ট বোর্ড৷ আগে যেভাবে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ের মাধ্যমে আসন পূরণ হতো এবারও সেই রকম হতে চলেছে৷ তিন দফায় কাউন্সেলিং করে আগামী ২৪ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়াও শেষ হয়ে যাবে বলে খবর৷

ভোটের জন্য জয়েন্টের পরীক্ষা, ফলপ্রকাশ থেকে কাউন্সেলিং পিছিয়ে যাওয়ায় অনেক ছাত্রছাত্রী ভিন রাজ্যের প্রতিষ্ঠানগুলিতে চলে গিয়েছেন৷ ফলে, কলেজগুলির আসন সংখ্যা কীভাবে পূরণ হবে, তা নিয়েও ধোঁয়াশা থেকে যাচ্ছে৷ শূন্যপদ পূরণে তুলনায় বেশি ব়্যাঙ্ক করা মধ্যমেধার বেশি সুযোগ পাওয়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

সেক্ষেত্রে মধ্যমেধার ভিড় বাড় এবছর জয়েন্টের মেধাতালিকার শীর্ষে স্থান দখল করেছেন দুর্গাপুরের সোহম মিস্ত্রি৷ দ্বিতীয় কলকাতার তমজিৎ বন্দ্যোপাধ্যায়৷ তৃতীয় দুর্গাপুরের কৌস্তভ সেন৷

এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১৩ হাজার ৯৯২ জন৷ পরীক্ষা নেওয়া হয় ২৬ মে৷ অনলাইন কাউন্সেলিংয়ের আগে জয়েন্টে সফল প্রার্থীদের প্রস্তুত করতে আগামী ২১ থেকে ২৪ জুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষা প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *