স্কুলে গরমের ছুটি কমিয়ে আনছে রাজ্য

কলকাতা: টানা দু’মাসের ছুটি দেওয়ার রাজ্য সরকারি ঘোষণার পর থেকে নানা মহল থেকে আসছিল সমালোচনার ঝড়৷ লাটে উঠেছিল পঠনপাঠন৷ মিডডে মিল বন্ধ নিয়েও উঠছিল একাধিক প্রশ্ন৷ রাজ্যজুড়ে তীব্র সমালোচনার পর অবশেষে আগেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর৷ সূত্রের খবর, স্কুলে গরমের ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার৷ খুব সম্ভবত ৩০

b93f8bdadf4f552c795825b865feb822

স্কুলে গরমের ছুটি কমিয়ে আনছে রাজ্য

কলকাতা: টানা দু’মাসের ছুটি দেওয়ার রাজ্য সরকারি ঘোষণার পর থেকে নানা মহল থেকে আসছিল সমালোচনার ঝড়৷ লাটে উঠেছিল পঠনপাঠন৷ মিডডে মিল বন্ধ নিয়েও উঠছিল একাধিক প্রশ্ন৷ রাজ্যজুড়ে তীব্র সমালোচনার পর অবশেষে আগেই সিদ্ধান্ত থেকে পিছু হটতে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর৷

সূত্রের খবর, স্কুলে গরমের ছুটি কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার৷ খুব সম্ভবত ৩০ জুনের আগেই খুলতে চলেছে স্কুল৷ জুনের দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে স্কুল৷ সরকারি ভাবে বিজ্ঞপ্তি জারি না হলেও খুব শীঘ্রই জারি প্রকাশ হতে পারে নয়া বিজ্ঞপ্তি৷ ফনির জেরে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দেয় রাজ্য। মে মাসের শুরুতেই সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এই নির্দেশ অনুযায়ী ৩মে ২০১৯ থেকে ৩০ জুন পর্যন্ত স্কুলগুলিকে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়৷

সরকারি সূত্রে খবর, শিক্ষা দপ্তর এমন একটি প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করছে। তাপপ্রবাহের কারণেই টানা ৩০ জুন পর্যন্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু ওই সিদ্ধান্ত নিয়ে অনেকেই আপত্তি তোলেন। বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় সরব হন৷ তৃণমূলে ও প্রশাসনের অভ্যন্তরেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ওঠে৷ লোকসভা ভোটের ফল প্রকাশের পর সেই দাবি আরও জোরালো হয়৷ বহু স্কুলেই ভোটের বুথ হয়েছিল৷ কোথাও কোথাও আধাসামরিক বাহিনীর ক্যাম্প হয়েছিল৷ সোমবারই নির্বাচনপর্ব পুরোপুরি মিটে গিয়েছে৷ প্রশাসন আবার রাজ্য সরকারের অধীনে চলে এসেছে৷ এর পরও কেন স্কুলে ছুটি৷ তা নিয়ে ফের আলোচনা শুরু হয় শিক্ষা দপ্তরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *