কলেজে ভর্তি প্রক্রিয়া সহজ করতে চালু হল ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল

 'বাংলার উচ্চশিক্ষা’ পোর্টালে রয়েছে রাজ্যে কলেজে ও বিশ্ববিদ্যালয়ের সংখ্যা, কোন জেলায় কোন কলেজ রয়েছে তার সম্পূর্ণ তথ্য অনলাইন ম্যাপ সহ দেওয়া রয়েছে। স্নাতক স্তরের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির তথ্যও পাওয়া যাবে সেখানে।

কলকাতা:  ছাত্র-ছাত্রীদের অনলাইনে ভর্তি প্রক্রিয়া আরও সহজ করতে 'বাংলার উচ্চশিক্ষা’ নামে একটি পোর্টাল চালু করল রাজ্য সরকার। বৃহস্পতিবার টুইট করে একথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা সংক্রমণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বন্ধ সমস্ত স্কুল-কলেজ। এরমধ্যেই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া চলেছে অনলাইনেই। 

নতুন এই পোর্টালের লিঙ্ক উল্লেখ করে শিক্ষামন্ত্রী টুইটে লিখেছেন বলেন, “এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা’ পোর্টাল তৈরী করা হলো। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।”  

https://banglaruchchashiksha.wb.gov.in এই লিঙ্ক থেকে এছাড়াও শিক্ষার্থীদের জন্য বর্তমানে রাজ্যে কী কী স্কলারশিপ চালু রয়েছে ও কন্যাশ্রী সংক্রান্ত সব তথ্যই পাওয়া যাবে এই পোর্টালে। 

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এবছর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে বিনা ফি-এ অনলাইনে ফর্ম ফিলআপ প্রক্রিয়া নিয়ে গত সপ্তাহেই কড়া  নির্দেশিকা দিয়েছেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ সরকারি বা সরকার পোষিত কলেজগুলিতে প্রসপেক্টাস এবং ফর্মের জন্য যে টাকা ব্যয় করতে হত তা নেওয়া যাবেনা। স্নাতক স্তরের পঠনপাঠন হয় যে বিশ্ববিদ্যালয়গুলিতে সেখানেও একই নিয়ম প্রযোজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 9 =