কলকাতা: পরীক্ষা নেওয়ার ৬ মাস পর প্রকাশিত হল রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টের ফল৷ www.wbjeeb.in ও www.wbjeeb.nic.in ওয়েবসাইট থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা যাবে৷ র্যাঙ্ক কার্ড ডাউনলোড পর পড়ুয়াদের ভর্তি ও কাউন্সেলিংয়ের জন্য কোথাও যেতে হবে না বলেও সুখবর দিয়েছে বোর্ড৷ ফলাফল এবারব শহর কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা৷ তবে, কেন্দ্রীয় বোর্ডের তুলনায় পিছিয়ে রাজ্য বোর্ডের পড়ুয়া৷ প্রথম দশের মেধাতালিকায় মাত্র একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী৷
মেধাতিলায় প্রথম রায়গঞ্জের সৌরদীপ দাস৷ এবার রাজ্যে প্রথম হয়েছেন সৌরদীপ দাস, রায়গঞ্জের পড়ুয়া। দ্বিতীয় স্থানে শুভম ঘোষ, দুর্গাপুরের পড়ুয়া। শ্রীমন্তী দে, ঢাকুরিয়ার পড়ুয়া। রাজ্যে ছাত্রীদের মধ্যে প্রথম শ্রীমন্তী৷ রাজ্য ইঞ্জিনিয়ারিং জয়েন্টে চতুর্থ হয়েছেন উৎসব বসু, সাউথ পয়েন্ট, কলকাতা৷ পঞ্চম স্থানে পূর্ণেন্দু সেন, ডি এ ভি মডেল স্কুল, দুর্গাপুর৷ ষষ্ঠ স্থানে অঙ্কুর ভৌমিক, ডিপিএস, কলকাতা৷ সপ্তম সোহম সমাদ্দার, গার্ডেন হাই, সল্টলেক৷ অষ্টম অরিত্র মিত্র, আর্য বিদ্যামন্দির, কলকাতা৷ নবম স্থান অধিকার করলেন গিরিক মাসকারা, সেন্ট জনস স্কুল, সল্টলেক৷ দশম স্থান অধিকার করলেন অর্ক দত্ত, লাল বাহাদুর শাস্ত্রী সিনিয়র সেকেন্ডারি স্কুল৷
এবারের মেধাতালিকায় মাত্র ১ জন রাজ্য বোর্ডের পড়ুয়া৷ বাকিরা কেন্দ্রীয় বোর্ডের৷ রাজ্য জয়েন্টে কেন্দ্রীয় বোর্ডের সাফল্য প্রশ্ন ছুড়ে দিয়েছে রাজ্য বোর্ডের দিকে৷ এবার শূন্যের বেশি নম্বর পেলে ইঞ্জিনিয়ারিং জয়েন্টের র্যাঙ্ক কার্ড দেবে বোর্ড৷
আগামী সপ্তাহ থেকে ইঞ্জিনিয়ারিং জয়েন্টের কাউন্সেলিং শুরু হবে বলে জানিয়েছেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মিত্র৷ এবার প্রথম রেজিস্ট্রাশনের জন্য কোনও অর্থ লাগবে না বলেও বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে৷ রেজিস্ট্রাশন পর্বে পড়ুয়ারা তাঁদের প্রযোজনী সংশাপত্র আপলোড করতে পারবেন৷ এই কাজের জন্য সেস্টারে যাওয়ার কোনও প্রয়োজন হবে না বলে বোর্ডের তরফে জানবানো হয়েছে৷
এবার রাজ্যজুড়ে প্রায় ১৭ হাজার কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অনলাইন কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা৷ বোর্ডের যে সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে, তারা প্রাথমিক শিক্ষা পর্ষদকে ডিএলএড কোর্সে ভর্তির ক্ষেত্রেও পরিষেবা দিচ্ছে৷ করোনা পরিস্থিতি মাথায় রেখে প্রি-কাউন্সেলিং সম্ভব নয়৷ রাজ্যের কোন জেলার কোথায় ক’টি আসন রয়েছে তাও বোর্ডের ওয়েবসাইটে তুলে দেওয়া হচ্ছে৷ অনলাইনে হবে কাউন্সেলিং৷ ভর্তির জন্য কলেজে যেতে হবে না প্রার্থীদের৷ সেটাও হবে অনলাইনে৷ ফলফল, ভর্তি, কাউন্সেলিং পক্রিয়া সংক্রান্ত কোনও সমস্যা থাকলে পড়ুয়া সরাসরি ১৮০০-১০২৩-৭৮১, ১৮০০-৩৪৫০-০৫০ নম্বরে ফোন করতে পারবেন পড়ুয়ারা৷
রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জানানো হয়েছে, এবছর পরীক্ষায় দিয়েছিলেন প্রায় ৭৫ হাজার পরীক্ষার্থী৷ তার মধ্যে ১৭ হাজার কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে অন লাইনে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন৷ এই কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে কাউন্সেলিং ও রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে অনলাইনে৷ লাগবে না কোনও ফি৷ যাঁরা র্যাঙ্ক করবেন তাঁদের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের জন্য কোনও টাকা লাগবে না বলেও জানিয়ে দেওয়া হবে৷ খুব সম্ভবত ১২ আগস্ট থেকে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে বোর্ড৷ তবে, এবিষয়ে পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে৷