এখনই খুলছে না রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়, উপাচার্যদের বৈঠকে সিদ্ধান্ত রাজ্যের

এখনই খুলছে না রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়, উপাচার্যদের বৈঠকে সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা:  এখনই খুলছে না রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়৷ আজ নিউটাউনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে উপাচার্যদের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হল৷  বলা হয়েছে, আপতত অনলাইনেই চলবে ক্লাস৷ তবে ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলার ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করার কথা ভাবা হচ্ছে৷ তবে প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য স্কুল খোলার কথা ভাবা হয়নি৷ 

আরও পড়ুন- অফলাইনেই হবে দশম-দ্বাদশের পরীক্ষা! সূচি ঘোষণা CBSE-র

রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী৷ ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এখনই কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা হবে না৷ অনলাইন যেমন ক্লাস চলছিল, তেমনই ক্লাস চলবে৷ পরিস্থিতির নিরিখে স্কুল খুললেও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ক্লাস এখনই চালু করা সম্ভব হচ্ছে না৷ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সরকারকে অনলাইন ক্লাস চালু রাখার প্রস্তাবই দিয়েছেন৷  তবে  গবেষকদের জন্য  কোভিড বিধি মেনে ল্যাবরেটরি খোলা হবে বলেও বৈঠকে স্থির হয়েছে।

তাঁদের দাবি, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কেবলমাত্র আঞ্চলিক স্তরের পড়ুয়ারাই আসেন না৷ রাজ্যের বাইরে থেকে এমনকী বিদেশি বহু পড়ুয়ারা রয়েছেন৷ তাই কলেজ বা বিশ্ববিদ্যালয় খুললে হোস্টেল খোলাটাও জরুরি হয়ে পড়বে৷ কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতিতে হোস্টেল খোলা সম্ভব নয়৷ তাই স্কুল খুললেও এখনই কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হচ্ছে না৷  এদিকে কলেজের বহু পরীক্ষা বাকি পড়ে রয়েছে৷ পরীক্ষার বিষয়টি নিয়েও এদিন বৈঠকে আলোচনা হয়েছে৷ ঠিক হয়েছে, অনলাইনেই কলেজের বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে৷   

আরও পড়ুন- BIG BREAKING: অবশেষে খুলছে স্কুল-কলেজ! দিনক্ষণ ঘোষণা পার্থর

 

মঙ্গলবার শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন,  আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্কুল খোলা হবে৷ তবে প্রথম পর্বের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য পঠন-পাঠন শুরু করা হবে৷ একইসঙ্গে কলেজের অধ্যক্ষদের সঙ্গে আলাপ-আলোচনার পর কলেজের খোলার বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি৷ আগামী ১২ তারিখ থেকে স্কুল খোলা হচ্ছে বলে জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তবে এখনই ছোটদের স্কুল খোলা হচ্ছে না৷ নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির ক্লাস শুরুর চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার৷ অভিভাবকদের অনুমতিতে ক্লাস হবে৷ করোনা বিধি মেনে ক্লাস করানো হবে বলে জানিয়েছেন পার্থবাবু৷ করোনার কারণে গতবছর মার্চ থেকে বন্ধ স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 2 =