আজ শুরু মাধ্যমিক পরীক্ষা, প্রশ্নপত্রের সিল খোলা হবে পরীক্ষার্থীদের সামনে

প্রশ্নপত্রের সিল করা প্যাকেট খোলা হবে না হেডমাস্টারের ঘরে। সকাল ১০.৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে সিল করা প্রশ্নপত্র। এরপর ১০.৪০ মিনিটে সরাসরি পরীক্ষার্থীদের সামনে খোলা হবে প্রশ্নপত্রের সিল করা প্যাকেট। ১০.৪৫ মিনিটে প্রশ্নপত্র তুলে দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে। ওই সময় ২ ঘণ্টার জন্য সাত জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট।

আজ অর্থাৎ মঙ্গলবার থেকে (১৮-০২-২০২০) থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হলেন মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলী। 

প্রতিবছরের মতো এবছরও নিয়মবিধি নিয়ে কড়াকড়ি পর্ষদ। এক্ষেত্রে প্রশ্নপত্রের সিল করা প্যাকেট খোলা হবে না হেডমাস্টারের ঘরে। সকাল ১০.৩০ মিনিটে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে সিল করা প্রশ্নপত্র। এরপর ১০.৪০ মিনিটে সরাসরি পরীক্ষার্থীদের সামনে খোলা হবে প্রশ্নপত্রের সিল করা প্যাকেট। ১০.৪৫ মিনিটে প্রশ্নপত্র তুলে দেওয়া হবে পরীক্ষার্থীদের হাতে। ওই সময় ২ ঘণ্টার জন্য সাত জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট। ১০.৫৫ উত্তরপত্র দেওয়া হবে।  

এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১০,১৫,৮৮৮ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৪,৩৯,৮৭৯ জন। ছাত্রীর সংখ্যা ৫,৭৬,০০৬ জন। কল্যান বাবুর জানিয়েছেন এবছর ছাত্রীর সংখ্যা বেড়েছে। তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় কম। গতবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০,৪৯,৫১৩ এবছর যা কমে দাঁড়িয়েছে ১০,১৫৮৮৮ জন। অর্থাৎ, ৩৩ হাজার পরীক্ষার্থী কম। ছাত্র-ছাত্রীদের পাশের হার বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে জানিয়েছেন কল্যান বাবু। 

রাজ্যের মোট ২৮৩৯টি পরীক্ষা কেন্দ্র থেকে এবারের মাধ্যমিক পরীক্ষা নেওয়া হচ্ছে।  

প্রতিবছরের মতো এবছরও বেশকিছু নির্দেশিকা রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। যেমন পরীক্ষার্থীরা ব্ল্যাক ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যেতে পারবে পরীক্ষার হলে। কোন  পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ক্যালকুলেটর বা অন্য কোন ইলেকট্রনিক্স গ্যাজেট সঙ্গে নিয়ে যেতে পারবে না। পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থীর কাছে এই ধরনের জিনিস পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেবে পর্ষদ।

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মেডিক্যাল টিম থাকবে। কোন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়লে হসপিটালে আলাদা ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে পরিবহন ব্যবস্থা স্বাভাবিক রাখতে সমস্ত উদ্যোগ নিয়েছে রাজ্য। টালা ব্রিজ বন্ধ থাকায় যাতে ব্রিজ পারাপার করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে না হয় সেইভাবেই কেন্দ্রগুলি দেওয়া হয়েছে ।  মুষ্টিমেয় কিছু ছাত্র-ছাত্রী যাদের টালা ব্রিজ পারাপার করে পরীক্ষাকেন্দ্রে যেতে হবে তাদের সহযোগিতায় থাকছে বিশেষ পুলিশ।

 

শিক্ষকদের ক্ষেত্রেও পরীক্ষা কেন্দ্রে কোনো মোবাইল ফোন বা স্মার্টওয়াচ নিয়ে যাওয়ার অনুমতি নেই। সুষ্ঠুভাবে নিয়মবিধি পরিচালনার দায়িত্বে থাকবেন একজন বিশেষ সরকারি আধিকারিক অফিসার ইনচার্জ সহ স্কুল ও পর্ষদের মোট ৫ জন।

এছাড়া পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যেকোনো জিজ্ঞাস্য থাকলে দিনরাত খোলা থাকছে পর্ষদের কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের দুটি নম্বর হল ০৩৩-২৩৫৯-২২৬৪ এবং ০৩৩-২৩৫৯-২২৭৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *