সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে শুরু পিএইচডি-র রেজিস্ট্রেশন, জেনে নিন খুঁটিনাটি

কলকাতা: পিএইচডি করচে চাইছেন? চাহলে আপনার জন্য সুখবর৷ চলতি শিক্ষাবর্ষে একাধিক বিষয়ে পিএইচডি-র জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে চলেছে নিউটাউনের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে…

St jeviars

কলকাতা: পিএইচডি করচে চাইছেন? চাহলে আপনার জন্য সুখবর৷ চলতি শিক্ষাবর্ষে একাধিক বিষয়ে পিএইচডি-র জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে চলেছে নিউটাউনের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ আগ্রহীরা অনলাইন অথবা অফলাইন, দুটি মাধ্যমেই আবেদনপত্র জমা করতে পারবেন৷

বাণিজ্য, অর্থনীতি, ইংরেজি, আইন, মনোবিদ্যা এবং সোশ্যাল ওয়ার্কে পিএইচডি করার সুযোগ পাবেন প্রার্থীরা। এর মধ্যে আইনেই সর্বাধিক ১১টি আসন রয়েছে৷ আবেদনকারীদের অবশ্যই ইউজিসি (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে৷  তবে যাঁরা এমফিল করেছেন এবং ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর রয়েছে, তাঁরাও পিএইচডি-র জন্য আবেদন জানাতে পারবেন। তবে এই সুযোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় আয়োজিত লিখিত পরীক্ষা (রেট) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে৷