২০২৪ সালেই কি ICSE পরীক্ষার ইতি? বোর্ডের CEO যা বললেন

২০২৪ সালেই কি ICSE পরীক্ষার ইতি? বোর্ডের CEO যা বললেন

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত জাতীয় শিক্ষা নীতি নিয়ে এখনও পর্যন্ত বিতর্ক বহাল। শিক্ষামহলের একটা বড় অংশ এই নীতির সমর্থন করছে না। কিন্তু ধীরে ধীরে এই শিক্ষা নীতিই লাগু হয়ে যাচ্ছে। যেমন সম্প্রতি জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন হল ICSE বোর্ডের স্কুলগুলিতে। তাহলে কি আগামী বছরের পর থেকেই ICSE পরীক্ষার ইতি ঘটে গেল? ২০২৫ সাল থেকে আর এই পরীক্ষা হবে না? কলকাতায় এসে এই সম্পর্কে ইঙ্গিত দিলেন ICSE বোর্ডের সিইও জেরি অ্যারাথুন।    

দেশের ৬০টি ICSE স্কুলের অধ্যক্ষদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে কলকাতায়। তার জন্যই শহরে উপস্থিতি হয়েছেন ICSE বোর্ডের সিইও জেরি অ্যারাথুন। এখানে এসেই তিনি ICSE পরীক্ষার ইতি নিয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলেন। বললেন, জাতীয় শিক্ষানীতি প্রয়োগের স্বার্থে আগামী সময়ে এই পরীক্ষা হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ওপর। অর্থাৎ ২০২৫ সালের ICSE-র পরীক্ষা হবে কিনা, সে ব্যাপারে তিনি নিজের নিশ্চিত কিছুই বলতে পারলেন না। আসলে এই শিক্ষানীতিতে বলা হয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা না দিয়ে সরাসরি দ্বাদশের বোর্ড পরীক্ষা দেওয়া যাবে। তাই স্বাভাবিকভাবে এখন ICSE পরীক্ষা নিয়ে ধন্দ। 

এই মুহূর্ত থেকে যেহেতু জাতীয় শিক্ষানীতি ICSE বোর্ডের স্কুলগুলিতে লাগু হয়ে গেল তাই প্রতিটি বিষয়ে ১০ নম্বর ‘চিন্তাশীল প্রশ্ন’ থাকবে। এমনটাই জানিয়েছেন বোর্ডের শীর্ষকর্তা। তাই এই নীতির গেড়োয় ২০২৫ সালের ICSE পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি দিল্লি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =