মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ ট্রেন

কলকাতা: মাধ্যমিক পরীক্ষা দিনগুলিতে ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২০ ও ২২ তারিখ শিয়ালদহ ও হাওড়া – দুই ডিভিশনেই পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনের জগদ্দল, পলতা, কাঁকিনাড়া এবং পায়রাডাঙা স্টেশনে সকাল ১০টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত এবং বিকাল ৩টে থেকে ৪:৩০ পর্যন্ত সময়ে কিছু ট্রেন ইএমইউ এবং প্যাসেঞ্জার

মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ ট্রেন

কলকাতা: মাধ্যমিক পরীক্ষা দিনগুলিতে ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২০ ও ২২ তারিখ শিয়ালদহ ও হাওড়া – দুই ডিভিশনেই পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে শিয়ালদহ ডিভিশনের জগদ্দল, পলতা, কাঁকিনাড়া এবং পায়রাডাঙা স্টেশনে সকাল ১০টা থেকে ১১টা ৪৫ পর্যন্ত এবং বিকাল ৩টে থেকে ৪:৩০ পর্যন্ত সময়ে কিছু ট্রেন ইএমইউ এবং প্যাসেঞ্জার ট্রেন দাঁড়াবে।

এর মধ্যে পলতায় দু’টো আপ ও চারটে ডাউন, জগদ্দলে চারটে আপ ও ছ’টা ডাউন, কাঁকিনাড়ায় তিনটে আপ ও চারটে ডাউন এবং পায়রাডাঙায় দু’টো আপ ও চারটে ডাউন ট্রেন দাঁড়াবে। হাওড়া ডিভিশনে ফেব্রুয়ারির ১২, ১৩, ১৫, ১৬, ১৮, ১৯, ২০, ২১ ও ২২ তারিখ ১৩০১৭/১৩০১৮ হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস লোহাপুর ও বরলা স্টেশনে এক মিনিট দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =