Aajbikel

CBSE দ্বাদশে ৪৯১ নম্বর পেলেন হাওড়ার সৌম্যদীপ্ত, দশমে দেশে ষষ্ঠ আরামবাগের আয়ুষ্মান

 | 
সিবিএসই

 হাওড়া ও আরামবাগ: শুক্রবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর দ্বাদশের ফল। তাতে ৫০০-র মধ্যে ৪৯১ নম্বর পেয়ে তাক লাগিয়েছেন হাওড়ার সৌম্যদীপ্ত চন্দ্র। অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে বোর্ড মেধা তালিকা প্রকাশিত না করলেও, ছেলের এই রেজাল্টে উৎসবের আবহ হাওড়ার চন্দ্রবাড়িতে। নিজের ফলে খুশি সৌম্যদীপ্ত নিজেও। তাঁর কথায়, করোনা পর্বে দশমের পরীক্ষা হয়েছিল। তখন গড় নম্বর আসায় খুব খারাপ লেগেঠিল৷ উচ্চমাধ্যমিকের ফলে সেই দুঃখ অনেকটাই মিটেছে। সৌম্যদীপ্ত সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র৷ আগামী দিনে কানপুর আইআইটিতে ফিজিক্স নিয়ে পড়তে চান তিনি। একাদশ শ্রেণিতে টিউশন নিয়েছিলেন সৌম্যদীপ্ত৷ তবে দ্বাদশে টিউশন ছাড়াই পড়াশোনা করেন৷ যা তাঁর সাফল্যে বাড়তি মাত্রা যোগ করেছে।

এদিকে, সিবিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ৫০০-র মধ্যে ৪৯৪ নম্বর পেয়ে চমকে দিয়েছেন আরামবাগ বিবেকানন্দ অ্যাকাডেমির ছাত্র আয়ুষ্মান ঘটক। যদিও তার বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুরে। তাঁর বাবা উদয়কুমার ঘটক পেশায় শিক্ষক। আরামবাগ বিবেকানন্দ অ্যাকাডেমির ডিরেক্টর সমরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, সারা দেশের মধ্যে আয়ুষ্মান ষষ্ঠস্থান লাভ করেছে। তার সাফল্যে সকলে অত্যন্ত আনন্দিত। যদিও, দশমেও সিবিএসই মেধা তালিকা প্রকাশ করেনি।

Around The Web

Trending News

You May like