কলকাতা: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্যের সব সরকারি এবং সরকার পোষিত স্কুলে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার পাঠানোর নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দফতর৷ মিড ডে মিল প্রকল্পের টাকায় ওই সব সরঞ্জাম কিনে স্কুলগুলিতে পাঠানোর জন্য জেলাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে৷জেলাশাসকদের তত্পরতার সঙ্গে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় আরও বলা হয়েছে মিড ডে মিলের তহবিলে স্যানিটাইজার বা সাবান কেনার টাকা না থাকলে অন্য কোনও খাত থেকে তা কিনে দ্রুত স্কুলগুলোকে পাঠাতে হবে৷
স্বাস্থ্য দপ্তরের কর্তারা জানাচ্ছেন যে কোনও ধরনের সংক্রমণেই শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে৷ স্কুলে একসঙ্গে বহু শিশু, কিশোর-কিশোরীরা থাকে৷ একজনের দেহে সংক্রমণ দেখা দিলে তা দ্রুত বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়ার আশংকা থাকে৷ সেজন্যই করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে৷যদি কোন কারণে স্যানিটাইজার পাঠানো না হয় তবে নিদেন পক্ষে সাবান কিনে পাঠাতে পরামর্শ দেওয়া হয়েছে৷ রাজ্য স্বাস্থ্য দফতরের এক পদস্থ আধিকারিক এই প্রসঙ্গে বলেন, 'শুধু সাবান কিনে পাঠিয়ে দিলেই হবে না৷ তার সঠিক ব্যবহার নিশ্চিত করাও জরুরি৷ মিড ডে মিল খাবার আগে প্রতিটি পড়ুয়া সাবান দিয়ে যথাযথভাবে ধুচ্ছে কিনা তাও দেখতে হবে৷ হাতে একটু সাবান লাগিয়ে জলে ধুয়ে ফেললে কাজ হবে না৷ দু হাতের তালুতে সাবান ভাল করে নিয়ে তা দু হাত দিয়ে কিছুক্ষণ ডলতে হবে৷ এরপর হাতের প্রতিটি আঙুলের ভাঁজ ভাল করে ডলতে হবে৷ একই ভাবে হাতের তালুর ঠিক বিপরীত অংশেও ভালোভাবে সাবান দিয়ে ঘষতে হবে৷ সব মিলিয়ে কব্জির আগে পর্যন্ত ভালোভাবে সাবান দিয়ে ঘষে পরিষ্কার জীবানু মুক্ত জলে সে হাত ভালোভাবে ধুয়ে তবেই খাবার খেতে হবে৷'
চিকিৎসকরা বলছেন, শুধু করোনা সংক্রমণ ঠেকানোর জন্যেই নয় যে কোন রোগ প্রতিরোধে প্রত্যেককে প্রতিবার হাত দিয়ে খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধোয়া জরুরি৷ তাতে সব রকম রোগ থেকেই রক্ষা পাওয়া যায়৷ পূর্ব বর্ধমানের জেলা শাসক বিজয় ভারতী বলেন, 'ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের স্যানিটাইজার বা সাবান কিনে স্কুলগুলিতে পাঠানোর নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে৷ আজ কালের মধ্যেই তা পৌঁছে যাবে৷'
জেলা শিক্ষা দফতরের এক আধিকারিক বলেন, 'পড়ুয়ারা কীভাবে হাত ধোবেন তা শিক্ষক শিক্ষিকাদের বুঝিয়ে দেওয়া হবে৷ তা তাঁরা পড়ুয়াদের বুঝিয়ে দেবেন'৷ স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বলছেন, অসুস্থ দেহে ভাইরাস সংক্রমণ দ্রুত হয়৷ তাই সবাইকে সুস্থ রাখতেই এই পদক্ষেপ৷ একই সঙ্গে পড়ুয়ারা যাতে নিয়মিত নখ কাটে তাও দেখতে হবে৷ নখের তলার ময়লা খাবারের সঙ্গে পেটে গিয়ে অসুস্থতা বাড়ায়৷ সাবান পাঠাতে বলা হয়েছে বলে আতংকিত হওয়ার কিছু নেই৷ বাড়তি সতর্কতা হিসেবেই এই পদক্ষেপ৷