কলকাতা: ফর্মে সই করতে ভুলে যাওয়ায় মাধ্যমিক পরীক্ষায় বসা হয়নি হুগলির মগরার বাঘাটি রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভজিৎ মণ্ডলের৷ ফর্ম পূরণের সময় সই করতে ভুলে যাওয়ায় এ বার তাই মাধ্যমিকের মার্কশিট পায়নি শুভজিৎ। শুভজিতের ফর্মে সই না করার ভুল স্কুল-কর্তৃপক্ষেরও চোখে পড়েনি বলে অভিযোগ।
তবে শুধু শুভজিত নয়, মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, তার মতো ফর্মে সই না-করায় আরও বেশ কয়েক জন মাধ্যমিক পরীক্ষার্থীরই মার্কশিট আসেনি। এই খবর প্রকাশ্যে আসতেই স্কুলগুলির দায়িত্বজ্ঞা্নহীনতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ প্রত্যেকেরই প্রশ্ন, পরীক্ষার্থীরা সই করতে ভুলে গেলেও, তা স্কুল-কর্তৃপক্ষের চোখ এড়িয়ে যাবে কেন? এক অভিভাবকের অভিযোগ, একটি ভুল হওয়ায় তাঁর ছেলের এবার মাধ্যমিকের মার্কশিট আসেনি। তিনি আরও বলেন, ‘মধ্যশিক্ষা পর্ষদের দোষ কোথায়? পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে কোনও ত্রুটি রইল কি না, সেটা দেখার দায়িত্ব স্কুল-কর্তৃপক্ষের ওপরই বর্তায়৷ তাদের আরও দায়িত্ববান হওয়া উচিত৷’ রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, ‘ছেলেটি ফর্ম পূরণের সময় সই করতে ভুলে গিয়েছিল। এবার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আগে না আসায় ভুলটা আগে ধরা পড়েনি। ছেলেটিকে সঙ্গে নিয়ে মধ্যশিক্ষা পর্ষদে গিয়েছিলাম। ভুলের কথা স্বীকার করে ওর মার্কশিটটা যদি দেওয়ার ব্যবস্থা হয়, সেই জন্য আবেদনও করেছি মধ্যশিক্ষা পর্ষদের কাছে।’