ব্রেকিং: প্রেম করলে ‘ধরপাকড়’, মারাত্মক অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

ব্রেকিং: প্রেম করলে ‘ধরপাকড়’, মারাত্মক অভিযোগ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে

কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ। পড়ুয়াদের একাংশের দাবি, প্রেম করলে ‘ধরপাকড়’ চলছে ক্যাম্পাস চত্বরে। তলব করা হচ্ছে ‘জুটি’র অভিভাবকদের। এই নিয়ে প্রতিবাদে সরব হয়েছে এসএফআই। তারা ইতিমধ্যেই ডিন অফ স্টুডেন্টসকে এই ইস্যুতে স্মারকলিপি জমা দিয়েছে বলে জানা গিয়েছে। যদিও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, অত্যন্ত ব্যক্তিগত কিছু ঘটনা ঘটছে ক্যাম্পাসে, তাই ছাত্র-অভিভাবকদের কাউন্সেলিং করা হচ্ছে। গোটা ঘটনা নিয়ে উত্তেজনা বাড়ছে ছাত্র-ছাত্রীদের মধ্যেই। 

পড়ুয়াদের একাংশের মুল অভিযোগ, প্রেম করলে বাধা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের তলব করা হচ্ছে এমনকি ডাকা হচ্ছে প্রেমিক-যুগলের বাবা-মাকেও। এই ইস্যু নিয়ে এসএফআই সরব হয়ে জানিয়েছে, ক্যাম্পাসে নীতি পুলিশ চলছে। স্বাধীন চিন্তাধারাকে বাধা দেওয়ার কাজ করছে বিশ্ববিদ্যালয়। এছাড়াও একাধিক অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যুক্তি, তারা নীতি পুলিশি করছে না, বা এই বিষয়টির পক্ষেও নয়। কিন্তু কিছু ঘটনা খুব ব্যক্তিগতভাবে ঘটছে তাই তারা ছাত্র বা ছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবকদের ডেকেও কাউন্সেলিং করছে। তাদের সাফ কথা, বিগত কয়েক দিন ধরেই বিশ্ববিদ্যালয় চত্বরে কিছু পড়ুয়াদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। তার ভিত্তিতেই ধরপাকড় শুরু হয়েছে। 

এও জানা গিয়েছে, গোটা বিষয়ের নজরদারির জন্য আলাদা কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ আসার পর কমিটির দ্বারা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে পড়ুয়াদের তরফে জানান হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চোখে যেটা অনৈতিক মনে হচ্ছে তার বিরুদ্ধেই পদক্ষেপ নেওয়ার চেষ্টা হচ্ছে। পড়ুয়াদের মধ্যে ভীতি তৈরি করার কাজ করছে কর্তৃপক্ষ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 1 =