বুধবার প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের পুনর্মূল্যায়নের ফলাফল

কলকাতা: বুধবার বেলা ১টায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফলাফল৷ ১০ অগস্ট থেকে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট৷ দুপুর একটার পর মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbbse.org-এ ফল জেনে নিতে পারবেন পরীক্ষার্থীরা৷ কাল নতুন করে ফল প্রকাশিত হলে বদলে যেতে পারে মেধাতিকা৷ এবার মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন এনে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা

বুধবার প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের পুনর্মূল্যায়নের ফলাফল

কলকাতা: বুধবার বেলা ১টায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফলাফল৷ ১০ অগস্ট থেকে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট৷ দুপুর একটার পর মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট www.wbbse.org-এ ফল জেনে নিতে পারবেন পরীক্ষার্থীরা৷ কাল নতুন করে ফল প্রকাশিত হলে বদলে যেতে পারে মেধাতিকা৷

এবার মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন এনে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, এখন থেকে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে কোনও টাকা দিতে হবে না৷ তথ্য জানার অধিকার বলে দেখা যাবে খাতা৷ উত্তরপত্র মূল্যায়নের প্রতিলিপি সংগ্রহ করতে চাইলে পাতা পিছু দু’টাকা দিতে হবে৷ এতদিন মাধ্যমিকের খাতা রিভিউ করার জন্য পরীক্ষার্থীদের ১০০ টাকা করে দিতে হত৷ কিন্তু, এখন থেকে আর কোনও টাকা দিতে হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *