মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে বড়বড় পরিবর্তন আনছে মধ্যশিক্ষা পর্ষ

কলকাতা: উচ্চ মাধ্যমিকের পর এবার মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নয়া ব্যবস্থা চালু করছে মধ্যশিক্ষা পর্ষদ৷ এবার থেকে কোনও মাধ্যমিক পরীক্ষার্থী যদি কোনও বিষয়ে কম নম্বর পান, তাহলে ‘অটো চেকিং’ করবে পর্ষদ৷ অর্থাৎ যদি কোনও পরীক্ষার্থী ৪টি বিষয়ে ৯০ শতাংশ নম্বর পায়, কিন্তু অন্য বিষয়ে ৭০ শতাংশের কম নম্বর পেয়ে থাকে, তাহলে পর্ষদ স্বয়ংক্রিয় ভাবে ওই

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নে বড়বড় পরিবর্তন আনছে মধ্যশিক্ষা পর্ষ

কলকাতা: উচ্চ মাধ্যমিকের পর এবার মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে নয়া ব্যবস্থা চালু করছে মধ্যশিক্ষা পর্ষদ৷ এবার থেকে কোনও মাধ্যমিক পরীক্ষার্থী যদি কোনও বিষয়ে কম নম্বর পান, তাহলে ‘অটো চেকিং’ করবে পর্ষদ৷ অর্থাৎ যদি কোনও পরীক্ষার্থী ৪টি বিষয়ে ৯০ শতাংশ নম্বর পায়, কিন্তু অন্য বিষয়ে ৭০ শতাংশের কম নম্বর পেয়ে থাকে, তাহলে পর্ষদ স্বয়ংক্রিয় ভাবে ওই পরীক্ষার্থীর খাতা ফের মূল্যায়ন করবে৷ ২০১৩ সাল থেকে খাতা মূল্যায়নে অটো চেকিং ব্যবস্থা চালু থাকলেও তাতে বেশ কিছু বদল আনছে পর্ষদ৷

পর্ষদের এই সিদ্ধান্তে সুবিধা পাবে স্টার নম্বর পাওয়া পড়ুয়ারা৷ ৯০ শতাংশের বেশি নম্বর পাওয়া পরীক্ষার্থী কোনও দু’তিনটি বিষয়ে ৭০ শতাংশের কম নম্বর পেলেই তা ফের মূল্যায়ক করে দেখা হবে, কেন ওই পরীক্ষার্থী কম নম্বর পেল৷ তবে, এই ব্যবস্থার মাধ্যমে আদতে ঢালাও নম্বর দেওয়ার প্রবণতা বাড়বে না তো? উঠছে প্রশ্ন৷ নয়া ব্যবস্থা প্রথম দশের তালিকায় ভিড় বাড়াবে না তো? প্রশ্ন উঠছে শিক্ষক মহল থেকেই৷

অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র এবার মূল্যায়ন করতে পারবেন ছাত্রছাত্রীরাও৷ নয়া ব্যবস্থা আনছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷ বোর্ডের ফল ও রিভিউয়েরও ফল প্রকাশের পর এই মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা৷ এই মূল্যায়ক করতে চাইলে অনলাইনে আবেদন করতে যাবে৷ খাতা দেখে যদি কোনও পড়ুয়ার মনে হয়, তার কিছু বলার আছে, তাও সংসদকে জানাতে পারবেন তিনি৷ এমনকী, উত্তরপত্রের প্রতিলিপিও পরীক্ষার্থীরা বড়িতে নিয়ে যেতে পারেন৷

সংসদের বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, খাতা দেখার জন্য অনলাইনে আবেদন করতে হবে পড়ুয়াদের৷ আগামী ৫ জুলাই থেকে শুরু হবে এই প্রক্রিয়া৷ অনলাইনে আবেদন করার পর তিনি জানতে পারবেন, কবে এবং কখন তিনি খাতা মূল্যায়ন করতে আসবেন৷ সংসদের অফিসে বসেই সেই খাতা দেখা যাবে৷ একজন ছাত্র বা ছাত্রী ছ’টি খাতার জন্যই আবেদন করতে পারবেন৷ লাগবে না কোনও টাকা৷

কেন এই পদ্ধতি? সংসদ সভাপতি মহুয়া দাস জানান, খাতার ক্ষেত্রে যে আরটিআই ছিল৷ তা তুলে দেওয়া হয়েছে৷ কারণ, এতে অনেক ঝুট-ঝামেলা ছিল৷ অনেক সময় এই আবেদন আসত না৷ দেরি হতো৷ নানা সমস্যাও দেখা দিত৷ তাই এই প্রক্রিয়ায় একটু বদল আনা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − two =