কলকাতা: মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার এক সপ্তাহ আগে কন্ট্রোল রুমের নম্বর প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ২৩৫৯-৩৮৭২ এবং ২৩৫৯-২২৭৮ নম্বর দু’টিতে আজ, বুধবার থেকেই যে কোনও সময়ে ফোন করা যাবে। পরীক্ষা আয়োজন সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। প্রার্থীরাও কোনও সমস্যায় ফোন করতে পারে।
তবে, অনেক সময়ই প্রশ্নপত্র, সাজেশন জানতে চেয়ে বহু ফোন আসে। এই ধরনের ফোন না করার জন্যই অনুরোধ করছেন আধিকারিকরা। ওই দু’টি নম্বর ছাড়াও সভাপতি (২৩২১-৩০৮৯, ৯০৫১৪১৪১১১), উপসচিব-পরীক্ষা (২৩২১-৩৮৪৪, ৯৯০৩৪২১১৯৯), উপসচিব- প্রশাসন (৯০৫১০৬৮৫৪৮), উপসচিব-অ্যাকাডেমিক (৭০০১৩৪৫৩২১), সহ-সচিব (৯৮৭৪৪৯৯৮২০)-দের সরাসরি ফোন করা যাবে কোনও জরুরি প্রয়োজনে। পরীক্ষা শেষের দিন অর্থাৎ ২২ ফেব্রুয়ারি পর্যন্ত নম্বরগুলিতে ফোন করা যাবে।