করোনা আবহেই একাধিক রাজ্যে খুলে যাচ্ছে ছোটদের স্কুল, বাংলায় কবে?

করোনা আবহেই একাধিক রাজ্যে খুলে যাচ্ছে ছোটদের স্কুল, বাংলায় কবে?

b04aef00f00c399b72b8878926b6e460

নয়াদিল্লি:  করোনা পরিস্থিতিতে গত বছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে দেশের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান৷ আমাদের রাজ্যের পাশাপাশি বিভিন্ন রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য পড়ুয়াদের জন্য মাঝে স্কুল খুললেও, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় তা ফের বন্ধ হয়ে যায়৷ করোনা আবহে স্কুলের বদলে অনলাইনেই শুরু হয়েছে পঠন পাঠন৷ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা সামলে উঠলেও চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ৷ এরই মধ্যে স্কুল খোলার সিদ্ধান্ত নিল উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ একাধির রাজ্য৷ ১৬ অগাস্ট থেকে স্কুল খোলার প্রস্তুতি চলছে এই সকল রাজ্যে৷   

আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকে পাশ করে গেল সবাই!

করোনা সংক্রমণ কিছুটা হ্রাস পেলেও বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার৷ বিশেষজ্ঞদের কথায়, শীঘ্রই আসছে তৃতীয় ঢেউ৷ কিন্তু সংক্রমণ ঠেকাতে গিয়ে বেহাল শিক্ষা ব্যবস্থা৷ অনলাইনে ক্লাস হলেও, স্কুলের পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে পড়ুয়ারা৷ চলতি বছরের গোড়ায় ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে শুরু হয়েছিল উঁচু শ্রেণির ক্লাস৷ কিন্তু করোনার বাড়বাড়ন্তে বেশি দিন স্কুল খোলা রাখা সম্ভব হয়নি৷ তবে যে সকল রাজ্যে চলতি মাসেই স্কুল খুলেছে বা খুলতে চলেছে সেই রাজ্যগুলি হল পঞ্জাব, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ৷   

আরও পড়ুন-  হয়নি উচ্চমাধ্যমিক, স্নাতকে ভর্তিতে গুরুত্ব পাচ্ছে মাধ্যমিকের নম্বর

এদিকে ছত্তিশগড়ে ইতিমধ্যেই স্কুল-কলেজ খুলে গিয়েছে৷ নিয়ম বিধি মেনে চলছে পঠন পাঠন৷ তবে এলাকা ভিত্তিক জনপ্রতিনিধিরা পরিস্থিতি বিবেচনা করেই স্কুল খোলার অনুমতি দিচ্ছেন৷ সেই সঙ্গে নেওয়া হচ্ছে অভিভাবকদের অনুমতিও৷  আবার স্কুল খুলতে চলেছে উত্তরপ্রদেশে৷ দেশের সবচেয়ে জনবহুল রাজ্যে স্কুল খুলতে চলেছে যোগী সরকার৷ ১৬ অগাস্ট থেকে সে রাজ্যে স্কুল খুলছে৷ ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস চলবে৷  অন্ধ্রপ্রদেশেরও ১৬ অগাস্ট থেকে খুলে যাবে স্কুলের দরজা৷ স্কুল খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি৷ পাশাপাশি নয়া জাতীয় শিক্ষানীতিও চালু হচ্ছে অন্ধ্রপ্রদেশে৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *