Aajbikel

সব ঠিকঠাক চলছে তো? প্রতিদিন রিপোর্ট দিতে হবে স্কুলগুলিকে

 | 
School Reopen in Delhi

কলকাতা: সব ধরনের কোভিড বিধি মেনে স্কুলগুলিতে সঠিক সময়ে, নির্দিষ্ট সূচি অনুযায়ী ক্লাস শুরু হচ্ছে কিনা, শিক্ষক ও শিক্ষাকর্মী সহ পড়ুয়াদের উপস্থিতির হার কত, তা জানাতে রাজ্য সরকার সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে প্রতিদিন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। শিক্ষক ও শিক্ষাকর্মীরা সঠিক সময়ে স্কুলে আসছে কিনা, ছাত্র-ছাত্রীদের উপস্থিতির সময় সংক্রান্ত তথ্য আবশ্যিকভাবে সকাল এগারোটার মধ্যে শিক্ষা দফতরের ই-পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। এছাড়াও প্রশাসনিক সংক্রান্ত বকেয়া কাজ আজকের মধ্যে শেষ করতে হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, প্রায় কুড়ি মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে রাজ্যের স্কুলগুলিতে নবম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পঠন-পাঠন শুরু হয়েছে। স্কুলের ছাত্র-ছাত্রীদের সকাল সাড়ে নটার মধ্যে স্কুলে আসতে বলা হয়েছে। দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত কভিড সচেতনতা ক্লাস করাতে হবে বলেও জানানো হয়েছে। করোনা ভাইরাস নিয়ম বিধি মেনে স্কুল খোলায় আগের থেকে প্রায় সবকিছুই বদলে গিয়েছে। স্কুল খুললেও সম্পূর্ণ বিধি মেনেই ক্লাস করা হচ্ছে৷ স্কুলে ঢোকার আগে পড়ুয়াদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে৷ কোভিড বিধি মেনেই প্রার্থনা চলছে৷ বসার জায়গাও চিহ্নিত করে রাখা হয়েছে৷ ক্লাস শুরুর আধ ঘণ্টা আগেই পড়ুয়াদের স্কুলে চলে আসতে হচ্ছে। এর পাশাপাশি, কোনও পড়ুয়া যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাহলে তাঁকে দ্রুত পরিষেবা দেওয়ার ব্যবস্থার দিকেও নজর দিতে বলা হয়েছে। স্কুল খোলার আগেই রাজ্যে সরকারের তরফে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল। যাতে বলা হয়েছিল যে, করোনা কালে কী কী নিয়ম পালন করতে হবে। 

সমস্ত নিয়ম জানিয়ে দিতে ২৮ পাতার একটি বুকলেট প্রকাশ করা হয় রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে। যে বুকলেট প্রকাশ করা হয় তাতে স্কুল খোলার পর কোন কোন নিয়ম মানতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে স্কুল খোলার আগে কোন নিয়ম পালন করতে হবে তারও উল্লেখ ছিল এই বুকলেটে।

Around The Web

Trending News

You May like