খুলে গেল স্কুল, ফুল-কলমে পড়ুয়াদের অভ্যর্থনা জানালেন শিক্ষকরা

খুলে গেল স্কুল, ফুল-কলমে পড়ুয়াদের অভ্যর্থনা জানালেন শিক্ষকরা

কলকাতা:  দীর্ঘ দিন বাদে রাজ্যে খুলল স্কুল৷ আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু করা হল৷ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়ে গিয়েছে সকাল ১০ টা থেকে৷ বেলা ১১টা থেকে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস৷ স্কুলে স্কুলে পড়ুয়ারা পৌঁছতে শুরু করেছে৷ সেই সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর অন্তর চলছে স্যানিটাইজেশনের কাজ৷ কোভিড বিধি মেনে চলছে ক্লাস৷ 

আরও পড়ুন- করোনাকালে বন্ধ যাবতীয় কনশেসন, রেলের ফ্রি পাস পাবেন কি পড়ুয়ারা?

প্রায় ২০ মাস পর স্কুলে এসে আপ্লুত পড়ুয়ারাও৷ তাঁদের মধ্যেও একটা উন্মাদনা কাজ করছে৷ শাঁখ বাজছে৷ যোধপুর পার্ক বয়েজ স্কুলে উপস্থিত হয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক৷ রয়েছেন স্থানীয় কাউন্সিলার রতন দে৷ প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষকরাই পড়ুয়াদের অভ্যর্থনা জানাতে স্কুলের গেটে উপস্থিত হয়েছেন৷ পড়ুয়াদের ফুল এবং পেন দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে৷ এ এক অভিনব অভিজ্ঞতা৷ এতদিন পর স্কুলে আসতে পেরে আনন্দিত পড়ুয়ারাও৷ এক শিক্ষক বলেন, এতদিন পর ছেলেরা বাইরে বেরিয়ে স্কুলে আসছে৷ এটা আনন্দের৷ এটাকে স্মরণীয় করতেই সমস্ত আয়োজন করা হয়েছে৷ তবে কোভিড বিধি মেনেই যাবতীয় কাজ করা হচ্ছে৷ কাউন্সিলরের কথায়, এ এক অভূতপূর্ব দৃশ্য৷ 

স্কুল খুললেও সম্পূর্ণ বিধি মেনেই ক্লাস করা হবে৷ স্কুলে ঢোকার আগে পড়ুয়াদের তাপমাত্রা পরীক্ষা করা হবে৷ কোভিড বিধি মেনে প্রার্থনা হবে৷ বসার জায়গাও চিহ্নিত করে রাখা হয়েছে৷ ক্লাস শুরুর আধ ঘণ্টা আগেই পড়ুয়াদের স্কুলে চলে আসতে হবে৷ শিলিগুড়ি বয়েজের প্রধান শিক্ষক উৎপল দত্ত বলেন, ছাত্রদের আবার ক্লাসঘরে পেয়ে আমরা খুবই খুশি। পড়াশোনার পাশাপাশি তাদের স্বাস্থ্যের দিকে সব সময় নজর দেওয়া হবে। স্কুল খোলার সিদ্ধান্তকে স্বাগত জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *