নতুন বছরে স্কুল ছুটির পূর্ণাঙ্গ তালিকা দেখুন একনজরে

শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ৷ নতুন করে শুরু আরও একটি অধ্যায়৷ পাওয়া না পাওয়া, জানা-অজানা মধ্যে দিয়ে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ৷ আর শিক্ষাবর্ষের আগেই এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের স্কুল ছুটির তালিকা৷

কলকাতা: শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ৷ নতুন করে শুরু আরও একটি অধ্যায়৷ পাওয়া না পাওয়া, জানা-অজানা মধ্যে দিয়ে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ৷ আর শিক্ষাবর্ষের আগেই এক নজরে দেখে নেওয়া যাক চলতি বছরের স্কুল ছুটির তালিকা৷

গত মাসে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, চলতি শিক্ষাবর্ষে কবে কোন দিন ছুটি রয়েছে৷ তালিকা বলছে, আজ অর্থাৎ ইংরেজি নববর্ষ বুধবার একদিনের ছুটি৷ এরপর স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে ১২ জানুয়ারি রবিবার ছুটি৷ নেতাজি সুভাষচন্দ্র জয়ন্তী উপলক্ষে ২৩ জানুয়ারি বৃহস্পতিবার ছুটি হলেও বিদ্যালয়ে তা পালনীয়৷ সাধারণতন্ত্র দিবস ২৬ জানুয়ারি রবিবার হলেও বিদ্যালয়ে তা পালন করতে হবে৷ এরপর রয়েছে সরস্বতী পুজো৷ ৩০ ও ৩১ জানুয়ারি বৃহস্পতিবার ও শুক্রবার ছুটি ঘোষণা করা হয়েছে৷ এরপর ২১ ফেব্রুয়ারি শুক্রবার শিবরাত্রির ছুটি দেওয়া হয়েছে৷ তারপর রয়েছে ৯ মার্চ সোমবার দোলযাত্রার ছুটি৷ এরপর দিন ১০ মার্চ মঙ্গলবার হোলি উপলক্ষে ছুটি দেওয়া হয়েছে স্কুলে৷ সবে-বরাত উপলক্ষে ৯ এপ্রিল বৃহস্পতিবার ছুটি৷ গুড ফ্রাইডে উপলক্ষে ১০ এপ্রিল শুক্রবার ছুটি৷ ১৪ এপ্রিল মঙ্গলবার বাংলা নববর্ষ ও বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে৷

এরপর দ্বিতীয় পর্বে মে থেকে আগস্ট পর্যন্ত ছুটির ঘোষণা করেছে পর্ষদ৷ দ্বিতীয় পর্বের প্রথম ছুটি শ্রমিক দিবসে পয়লা মে শুক্রবার ছুটি৷ ৭ মে বুদ্ধপূর্ণিমা ছুটি৷ রবীন্দ্রজয়ন্তী ৮ মে শুক্রবার ছুটি৷ এরপর শুরু হচ্ছে গরমের ছুটি৷ গ্রীষ্মাবকাশ পড়ছে ২৩ মে থেকে ২৭ জুন পর্যন্ত৷ টানা ১৩ দিনের ছুটি, রবিবার বাদে৷ এরপর ঈদ-উল-ফিতর উপলক্ষে ২৬-২৬ মে দু’দিন ছুটি দেওয়া হয়েছে৷ যদিও সেটা গরমের ছুটির মধ্যেই পড়ছে৷  এরপর ২৩ জুন রথযাত্রা ছুটি৷ ইদুজ্জোহা উপলক্ষে পহেলা আগস্ট শনিবার ছুটি৷ জন্মাষ্টমী উপলক্ষে ১১ আগস্ট মঙ্গলবার ছুটি৷ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার ছুটি৷ যদিও তা বিদ্যালয়ে পালনীয়৷ এরপর রবিবার পড়ে যাওয়ায় ৩০ আগস্ট মহরমের ছুটি৷

এরপর তৃতীয় পর্বে রয়েছে ৩৩ দিনের ছুটি৷ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহালয়ার ছুটি ঘোষণা করা হয়েছে৷ এরপর ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে শুক্রবার ছুটি৷ এর পরপর লম্বা পুজোর ছুটি পড়ে যাচ্ছে৷ পুজোর ছুটি বাবদ ১৯ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টানা ২৬ দিনের ছুটি রয়েছে৷ এরপর ছট পুজো উপলক্ষে ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দু’দিনের ছুটি দেওয়া হয়েছে৷ ফতেয়া দোয়াজ দাহাম উপলক্ষে ২৭ নভেম্বর শুক্রবার ছুটি৷ গুরু নানকের জন্মদিন উপলক্ষে ৩০ নভেম্বর সোমবার ছুটি৷ বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর একদিনের ছুটি৷

মোট ছুটি ৬৩ দিনের ঘোষণা করা হলেও স্কুল কর্তৃপক্ষের হাতে রয়েছে দুটি ছুটি৷ সবমিলিয়ে চলতি বছরে ৬৫ দিন ছুটি পাবেন পড়ুয়ারা৷ বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কবি ভানুভক্ত জন্মদিন ১৩ জুলাই ছুটি৷ কেবলমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি জেলার জন্য দিনটি পালনীয়৷ একই সঙ্গে সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন, শিক্ষক দিবস ৫ সেপ্টেম্বর পালনীয়৷ পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ২৬ সেপ্টেম্বর শনিবার পালনীয়৷ মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করতে হবে৷ বিদ্যালয়ে পালনীয় দিনগুলিতে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিতি ক্ষেত্রে কলকাতা গেজেট নোটিফিকেশনের অন্তর্গত ৪ নম্বর রুল প্রযোজ্য হবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *