নয়াদিল্লি: এমবিবিএস পড়ুয়াদের জন্য কুড়ি লক্ষ টাকার স্কলারশিপ ঘোষণা করল আমেরিকান ইনস্টিটিউট অফ মেডিক্যাল। এটি একটি আন্তর্জাতিক মেডিক্যাল স্কুল। যা ডাক্তারি পড়ুয়াদের সেরা শিক্ষা প্রদান করে থাকে।
বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এসপি সাজু ভাস্কর জানিয়েছেন, ওড়িশা ও কর্ণাটকের মতো রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় কারণে কুপ্রভাব পড়েছে পড়ুয়াদের পড়াশোনায়। তাই তাঁরা চান, তাঁদের এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্কলারশিপ থেকে কুড়ি লক্ষ টাকা তাঁদের হাতে তুলে দিতে। সারাদেশে ডাক্তারি পরীক্ষার আসন ফাঁকা থাকলেও বহু প্রতিভাবান পড়ুয়া নেট উত্তীর্ণ হয়ে আর্থিক সমস্যার কারণে পিছিয়ে পড়েন। পড়াশোনা করতে আর্থিক সমস্যা যাতে কোনও রকম অন্তরায় না হয়ে দাঁড়ায় তা নিশ্চিত করতেই এই স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷ পশ্চিমবঙ্গ সহ দিল্লি কর্ণাটক তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট এর মেধা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।