মাসে ৬ হাজার টাকার স্কলারশিপ ঘোষণা কেন্দ্রের, পরীক্ষা হবে বাংলায়

নয়াদিল্লি: ম্যাথামেটিক্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে পাঠরত ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেবে নেশনাল বোর্ড ফর হায়ার ম্যাথামেটিক্স৷ এটি কেন্দ্রীয় সরকারের অ্যাটোমিক এনার্জি দপ্তরের অধীনস্থ সংস্থা৷ স্কলার্শিপের মেয়াদ দু’বছর৷ কলকাতায় রয়েছে পরীক্ষা কেন্দ্র৷ যোগ্যতা: ম্যাথামেটিক্সে অনার্স-সহ প্রথম শ্রেণিতে বিএসসি পাসরা ৬০% নম্বর-সহ ম্যাথামেটিক্স বিষয়ে বিএসসি উত্তীর্ণ হতে হবে৷ ম্যাথামেটিক্স নিয়ে এমএমসির প্রথম বর্ষ অথবা ইন্ট্রিগেটেড এমএসসি কোর্সের তৃতীয়

65262aca8da38db8353d0737b0962c5e

মাসে ৬ হাজার টাকার স্কলারশিপ ঘোষণা কেন্দ্রের, পরীক্ষা হবে বাংলায়

নয়াদিল্লি: ম্যাথামেটিক্স নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে পাঠরত ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেবে নেশনাল বোর্ড ফর হায়ার ম্যাথামেটিক্স৷ এটি কেন্দ্রীয় সরকারের অ্যাটোমিক এনার্জি দপ্তরের অধীনস্থ সংস্থা৷ স্কলার্শিপের মেয়াদ দু’বছর৷ কলকাতায় রয়েছে পরীক্ষা কেন্দ্র৷

যোগ্যতা: ম্যাথামেটিক্সে অনার্স-সহ প্রথম শ্রেণিতে বিএসসি পাসরা ৬০% নম্বর-সহ ম্যাথামেটিক্স বিষয়ে বিএসসি উত্তীর্ণ হতে হবে৷ ম্যাথামেটিক্স নিয়ে এমএমসির প্রথম বর্ষ অথবা ইন্ট্রিগেটেড এমএসসি কোর্সের তৃতীয় বা চতুর্থ বর্ষে উত্তীর্ণ পড়ুয়ারাও আবেদন করার যোগ্য৷ ফাইনাল ইয়ারের প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন৷

স্কলারশিপ দেওয়া হবে প্রতি মাসে ৬ হাজার টাকা৷ প্রতি শিক্ষাবর্ষে ফলাফল বিবেচনা করে স্কলারশিপ নবীকরণ করা হবে৷ প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা হবে ১৯ অক্টোবর, শনিবার৷ আড়াই ঘণ্টার পরীক্ষা কলকাতায় নেওয়া হবে৷ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করা যাবে ৬ সেপ্টেম্বর থেকে৷

অনলাইনে আবেদন করতে হবে৷ nbhmscholarships.in এই ওয়েবসাইটে আগামী ২৫ আগস্টের মধ্যে৷ আবেদনের জন্য অনলাইনে দিতে হবে ৩০০ টাকা৷ খুঁটিনাটি তথ্য জন্য উপরে দেয়া ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *