দশম ও দ্বাদশের ফল প্রকাশের সূচি ঘোষণা

নয়াদিল্লি: দেশজুড়ে চলছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ আর তারই মাঝে দশম ও দ্বাদশ পরীক্ষায় ফল প্রকাশের সূচি ঘোষণা বোর্ডের৷ কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের বা সিআইএসইসের তরফে জানানো হয়েছে, আগামী ৭ মে প্রকাশিত হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল৷ সিআইএসইসের চিফ এগজিকিউটিভ ও সচিব গেরি আরাথুন জানিয়েছেন, ৭ মে বিকেল তিনটেয় ফল প্রকাশ

দশম ও দ্বাদশের ফল প্রকাশের সূচি ঘোষণা

নয়াদিল্লি: দেশজুড়ে চলছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব৷ আর তারই মাঝে দশম ও দ্বাদশ পরীক্ষায় ফল প্রকাশের সূচি  ঘোষণা বোর্ডের৷  কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের বা সিআইএসইসের তরফে জানানো হয়েছে, আগামী ৭ মে প্রকাশিত হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল৷

সিআইএসইসের চিফ এগজিকিউটিভ ও সচিব গেরি আরাথুন জানিয়েছেন, ৭ মে বিকেল তিনটেয় ফল প্রকাশ করা হবে। কেরিয়ারস পোর্টাল, কাউন্সিলের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এমএমএসে ফল জানার জন্য সাত অক্ষরের ইউনিক আইডি কোড পাঠাতে হবে ০৯২৪৮০৮২৮৩ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 12 =