বাতিল হচ্ছে নিট পরীক্ষা? সুপ্রিম রায়ে খারিজ পুনর্বিবেচনার আর্জি!

বাতিল হচ্ছে নিট পরীক্ষা? সুপ্রিম রায়ে খারিজ পুনর্বিবেচনার আর্জি!

 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  জয়েন্ট এন্ট্রান্সের পর এবার নিট৷ পরীক্ষা বাতিলের দাবিতে দায়ের হওয়া আবেদনে হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট৷ এর আগে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বাতিলের আর্জিও খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত৷ এমনকি, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাতিলের আর্জিও ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷

নতুন করে আদালত পরীক্ষা বাতিলের আর্জিতে হস্তক্ষেপ না করায় আগামী ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা হবে৷ বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ এদিন সাফ জানিয়ে দিয়েছে, আইনজীবী অলক শ্রীবাস্তবের মাধ্যমে করা আবেদন শুনতে ইচ্ছুক নয় শীর্ষ আদালত৷ মামলা খারিজ করে দিয়ে সুপ্রিমকোর্টের পর্যবেক্ষণ, সবকিছু প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে৷ ফলে, পুনর্বিবেচনার আর্জি শোনা হবে না৷ করোনা সংক্রান্ত স্বাস্থ্য বিধি মাথায় রেখে নিট পরীক্ষা হবে৷

নিট পরীক্ষা বাতিলের দাবিতে নতুন করে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করা হয়৷  গত ১৭ আগস্ট নিট পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে রায় নতুন করে পুনর্বিবেচনার করা হবে না বলেও জানিয়ে দেওয়া হয়৷ আগের নির্দেশ বহাল রাখার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷

জয়েন্ট এন্ট্রান্স এবং নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) নিয়ে সাম্প্রতিক সময়ে চলছে ব্যাপক টানাপোড়েন৷ অতিমারি এবং লকডাউনের মধ্যে বার দুই পেছতে হয়েছে এই দুই পরীক্ষা। কিন্তু আর দেরি করতে রাজি ছিল না কেন্দ্র সরকার৷ ফলে পড়ুয়াদের একাংশের আপত্তি সত্ত্বেও পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হয়৷ ইতিমধ্যে শেষের পথে জয়েন্টের পরীক্ষা৷ ইঞ্জিনিয়ারিং বিভাগে জয়েন্টের পরীক্ষা শেষ হবে ৬ সেপ্টেম্বর৷ ১৩ সেপ্টেম্বর শুরু হতে চলেছে ডাক্তারির পরীক্ষা নিট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 4 =