বাতিল হচ্ছে CBSE দ্বাদশ পরীক্ষা? ফের শুনানি সুপ্রিম কোর্টে

বাতিল হচ্ছে CBSE দ্বাদশ পরীক্ষা? ফের শুনানি সুপ্রিম কোর্টে

e17d0bf7680f7ef35a4ed31e71f2dfa4

নয়াদিল্লি:  সিবিএসই এবং আইসিএসই দ্বাদশ বোর্ড পরীক্ষা বাতিল করার দাবিতে জনস্বার্থ মামলার উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট৷ আজ থেকে সিবিএসই এ আইসিএসই-র পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল৷ জানা গিয়েছে, শীর্ষ আদালত এই বিষয়ে মামলার আবেদনকারী অ্যাডভোকেট মমতা শর্মাকে কেন্দ্র, সিবিএসই এবং আইসিএসই-র প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছেন৷ 

আরও পড়ুন- জুলাইয়ে উচ্চমাধ্যমিক, আগস্টে মাধ্যমিক! নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিতে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত রাখা নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ তবে আজকের মতো এই মামলার শুনানি স্থগিত রাখা হয়েছে৷ পরবর্তী শুনানি হবে ৩১ মে৷ প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে এই জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছিল৷ তবে ছুটি থাকায় ও প্রধান বিচারপতির অনুপস্থিতির কারণে মামলাটি ঝুলে ছিল৷ কিন্তু একাধিক আবেদনের পর এই মামলার শুনানির জন্য অবশেষে তিন সদস্যের বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি৷ এবং সিবিএসই দ্বাদশ বোর্ড পরীক্ষা বাতিলের মামলার শুনানির দিন ধার্য করা হয় আজ৷ এদিকে, পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেদিকে তাকিয়ে রয়েছে পড়ুয়ারাও৷ কারণ দ্বাদশের বোর্ড পরীক্ষা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি সিবিএসই৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *