ঋণ নিতে চান? দেড় লক্ষ টাকা ঋণ দিচ্ছে এসবিআই

ঋণ নিতে চান? দেড় লক্ষ টাকা ঋণ দিচ্ছে এসবিআই

নয়াদিল্লি: বিদেশে পড়াশোনা করা সহজ হতে পারে স্টেট ব্যাঙ্কের উদ্যোগে৷ সম্প্রতি গ্রাহকদের জন্য একটি বিশেষ পরিষেবা দেওয়া কথা জানিয়েছে এসবিআই৷ স্টেট ব্যাঙ্ক নতুন একটি এজুকেশন লোন লঞ্চ করেছে৷ এই লোনের নাম এসবিআই গ্লোবাল অ্যাড-ভ্যান্টেজ৷ যেখানে ৭.৩০ লক্ষ টাকা থেকে ১.৫০ কোটি টাকার সুবিধা পাওয়া যাতে পারে৷ এই ঋণের সাহায্যে ছাত্র-ছাত্রীরা বিদেশের কলেজে অ্যাডমিশন নিতে পারবে ৷ দেশের শিক্ষার্থীদের সাহায্যার্থে ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য স্টেট ব্যাঙ্কের তরফে এই স্কিম লঞ্চ করা হয়েছে ৷

এই ঋণ নেওয়া যাবে রেগুলার গ্র্যাজুয়েট ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট বা ডক্টোরেট কোর্সের জন্য৷ এর মাধ্যমে ইউএস, ইউকে, সিঙ্গাপুর, হংকং, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ডে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন পড়ুয়ারা৷ এই ঋণ নিলে ৮.৬৫ শতাংশ সুদ দিতে হবে৷ মহিলারা সুদে ০.৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ৷ অর্থাৎ ছাত্রীদের ক্ষেত্রে সুদের হার ৮.১৫ শতাংশ ৷ এই ঋণে যাতায়াত খরচ, টিউশন ফি, লাইব্রেরি ও ল্যাবের খরচ, পরীক্ষার ফি, বইয়ের খরচ যুক্ত রয়েছে৷ এছাড়াও যুক্ত রয়েছে প্রোজেক্ট ওয়ার্ক, থিসিস, স্টাডি ট্যুরের খরচও৷ এই ঋণ নেওয়ার জন্য দশম, দ্বাদশ ও স্নাতক স্তরের মার্কশিট ও প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট লাগবে৷ এছাড়াও অ্যাডমিশন লেটার ব্যাঙ্কে দিতে হবে৷ সঙ্গে কোর্সে মোট কত টাকা লাগবে, সে সম্পর্কে বিস্তারিত জানাতে হবে ৷

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =