সঙ্ঘের স্কুল বাড়ছে বাংলায়, ৩ বছরে বৃদ্ধি ৩৪ শতাংশ! মাধ্যমিক স্বীকৃতিও

সঙ্ঘের স্কুল বাড়ছে বাংলায়, ৩ বছরে বৃদ্ধি ৩৪ শতাংশ! মাধ্যমিক স্বীকৃতিও

কলকাতা: বাংলায় অনেক আগে থেকে সংগঠন শক্তিশালী করছে আরএসএস৷ গ্রাম-বাংলায় ছড়িয়ে পড়েছে এরএসএসের শক্তি৷ লোকসভা নির্বাচনের পর সেই শক্তির বহড়ে বেড়েছে৷ আর তারই সুবাদে বাংলায় দিনে দিনে বেড়েই চলছে সঙ্ঘ পরিচালিত বিদ্যালয়ের সংখ্যা৷

একদা রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল৷ বিধানসভা থেকে  রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হুঁশিয়ারির সুরে জানিয়ে ছিলেন, এই রাজ্যে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে তাদের নিয়ন্ত্রাধীন কোনও বিদ্যালয় পরিচালনা করতে দেবেন না৷ কিন্তু রাজ্য সরকারের সেই নির্দেশকে পরোয়া না করে রাজ্যে একের পর এক আরএসএস পরিচালিত বিদ্যালয় স্থাপন হচ্ছে বলে অভিযোগ৷ ঘঙ্ঘ প্ররিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে৷ বাড়ছে পড়ুয়া সংখ্যাও৷

সূত্রের খবর, বর্তমান সংঘ পরিচালিত বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের সংখ্যা ৮৮,৭৫০ জন৷ যা ২০১৭ সালে ছিল ৭৬,৭১১ জন৷ রাজ্যে সঙ্ঘ পরিচালিত বিদ্যালয়গুলিকে চলতে না দেওয়ার পিছনে সরকারের যুক্তি ছিল, তারা এই রাজ্যে ধর্মীয় বিভেদ ও ধর্মান্ধতা প্রশ্রয় দিতে চায় না৷ ফলে অবিলম্বে ওই বিদ্যালয়গুলি বন্ধ হওয়া দরকার৷ কিন্তু, তারপরও বাড়ছে  বিদ্যালয়ের সংখ্যা৷

গ্রাম-বাংলায় স্কুল বৃদ্ধির প্রসঙ্গে আরএসএসের মহিলা সংগঠনের নেত্রী তথা সংঘের বিদ্যালয়গুলির অন্যতম পরিচালক ঋতা চক্রবর্তী সংবাদ মাধ্যমে জানালেন, সাধারণ মানুষ তাঁদের বিদ্যালয়গুলিকে পছন্দ করছেন৷ তা সে যে কারণেই হোক না কেন৷ হয়ত সাধারণ মানুষ মনে করছেন এই বিদ্যালয়গুলির পঠনপাঠনের গুণোমান সরকারি বিদ্যালয়গুলির থেকে উত্তম৷ এমনকি তিনি আরও জানালেন, চলতি বছরেও তাঁদের পরচালিত বেশ কয়েকটি বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ের স্বীকৃতি পেয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *