Aajbikel

নেশা গিটার আর দাবায়, ICSE-তে প্রথম বর্ধমানের সম্বিত, লক্ষ্য আইআইটি

 | 
sambit

 কলকাতা: ছোট থেকেই পড়াশোনার প্রতি ঝোঁক তার৷ পাশাপাশি ভালোবাসত ছবি আঁকতে৷ একটু বড় হতেই গিটার আর দাবার প্রতি তৈরি হয় টান৷  সব দিক সামলেই জোরকদমে চলতে থাকে পড়াশোনা৷ গভীর অধ্যাবসায় তাকে এনে দিল সেরার শিরোপা৷ সর্বভারতীয় পরীক্ষায় সক্কলকে পিছনে ফেলে পয়লা নম্বর স্থানটি দখল করে নিলেন পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্সের ছাত্র সম্বিত মুখোপাধ্যায়৷ এবছর আইএসসিই (ISCE) বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি। তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ।

 

 


সম্বিত বর্ধমানের বাসিন্দা৷ পার্কাস রোড এলাকায় বাড়ি তার। বাবা রসায়নবিদ। মা দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা। তৃতীয় শ্রেণি থেকে ক্লাসে প্রথম হয়ে আসছে সম্বিত। আইসিএসই-তে ৯০০র মধ্যে তার প্রাপ্ত নম্বর ৮৯২। অঙ্ক, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১০০০-র মধ্যে ১০০ নম্বর পেয়েছে সে। বাকি বিষয়গুলিতেও ৯০এর উপরে নম্বর রয়েছে তার। সম্বিত জানিয়েছে, আগামী দিনে তার লক্ষ্য আইআইটি-তে (IIT) সুযোগ পাওয়া। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া স্বপ্ন দেখে এই মেধাবী পড়ুয়া৷ সম্বিতের কথায়, ICSE-র এই ফল আগামী দিনে বড় পরীক্ষাগুলিতে আরও ভাল ফল করার ভরসা জুগিয়েছে। আনন্দ তো হচ্ছেই৷ তবে আগামী দিনের জন্য এখন থেকেই মানসিক ভাবে প্রস্তুত হচ্ছে সে৷ 

সম্বিতের পাশাপাশি মেদিনীপুরের মোহিকা দে’ও চমকে দেওয়ার মত ফল করেছেন৷ তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৪ শতাংশ৷ আইসিএসই পরীক্ষায় তাঁর সর্বভারতীয় ব়্যাঙ্কিং তৃতীয়৷ মেদিনীপুরের বিদ্যাৃসাগর শিশু নিকেতনের ছাত্রী মোহিকা। ৫০০ নম্বরের মধ্যে সে পেয়েছে ৪৯৭। ১০ থেকে ১২ ঘণ্টা পড়াশোনার পাশাপাশি চলত নাচের অনুশীলন৷ তবে সিনেমা, ফুটবল বা ক্রিকেট নিয়েও বেশ আগ্রহ রয়েছে তাঁর। ভবিষ্যতে ডাক্তার হতে চায় মোহিকা৷ 

Around The Web

Trending News

You May like