দিনে রোমিওদের তাণ্ডব, রাতে স্কুলের মধ্যেই বসছে মদের আসর!

উলুবেড়িয়া: স্কুলটাইমে রোমিওবাজ৷ আর রাত বাড়লেই স্কুলমাঠে বসে মদের আসর৷ স্কুল ছাত্রীদের প্রকাশ্যেই চলে ইভটিজিং৷ কখনও আবার হাত ধরে টানাটানি, বাইক বাহিনীর দাপট৷ পরিস্থিতি এমন হয়েছে, ছাত্রীদের দলবদ্ধভাবে বা অভিভাবকদের সঙ্গে ছাড়া একা স্কুলে যাওয়া অসম্ভব৷ প্রতিবাদ করলেই জোটে হুমকি, হেনস্থা৷ বাদ যায় না কিছুই৷ ঘটনাটি বাগনান থানার বাইনান হাই স্কুলের বাইনান গার্লস হাই স্কুলের৷

দিনে রোমিওদের তাণ্ডব, রাতে স্কুলের মধ্যেই বসছে মদের আসর!

উলুবেড়িয়া: স্কুলটাইমে রোমিওবাজ৷ আর রাত বাড়লেই স্কুলমাঠে বসে মদের আসর৷ স্কুল ছাত্রীদের প্রকাশ্যেই চলে ইভটিজিং৷ কখনও আবার হাত ধরে টানাটানি, বাইক বাহিনীর দাপট৷ পরিস্থিতি এমন হয়েছে, ছাত্রীদের দলবদ্ধভাবে বা অভিভাবকদের সঙ্গে ছাড়া একা স্কুলে যাওয়া অসম্ভব৷ প্রতিবাদ করলেই জোটে হুমকি, হেনস্থা৷ বাদ যায় না কিছুই৷ ঘটনাটি বাগনান থানার বাইনান হাই স্কুলের বাইনান গার্লস হাই স্কুলের৷ সব জেনেও নির্বাক প্রশাসন, অভিযোগ অভিভাবকদের৷

দুষ্কৃতী তাণ্ডব ও স্কুল টাইমে রোমিওদের রুখতে শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হাওড়া বাগনান থানার বাইনান হাই স্কুল ও বাইনান গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ৷ দুটি স্কুলে কমপক্ষে আড়াই হাজার ছেলেমেয়ে পড়াশোনা করেন৷ স্কুল সংলগ্ন এলাকায় বাসিন্দাদের অভিযোগ, স্কুল শুরুর আগে ও ছুটির পর প্রচুর বহিরাগত বাইক বাহিনী দাপিয়ে বেড়ায় এলাকায়৷ ছাত্রীদের ইভটিজিং করা হয়৷ নানারকম কুপ্রস্তাব দেওয়া হয়৷ অনেক সময় প্রকাশ্যেই হাত ধরে টানাটানি করে হয় বলেও অভিযোগ৷ ফলে দিনের পর দিন স্কুলে আসতে ভয় পাচ্ছেন ছাত্রীরা৷ অধিকাংশ সময় তারা দলবেঁধে স্কুলে আসে, নয়তো অভিভাবকদের সঙ্গে নিয়ে আসতে বাধ্য হন৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইভটিজিংয়ের প্রতিবাদ করলে জুটেছে হুমকি৷ এমনকি স্কুল এলাকায় মহিলাদের গালাগলি দেওয়া হয়৷ শুধু তাই নয়, রাতের অন্ধকারে বাইনান হাই স্কুল মাঠে বসে মদের আসর৷ একদল যুবক দিনের পর দিন বাইনান হাই স্কুল মাঠে সন্ধ্যার পরে মদের আসর বসিয়ে চলেছে৷

বাইনান গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, রোমিওদের রুখতে একাধিকবার তিনি প্রশাসনকে জানিয়েছেন৷ তিনি আশাবাদীস প্রশাসন নিশ্চয়ই কোনও না কোনও পদক্ষেপ অবশ্যই নেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =