কলকাতা: রাজ্যের বিভিন্ন আদালতে টানা ৩৬ বছর রীতিমতো মাথা উঁচু করে বিচারকের দায়িত্ব সামলেছিলেন। অবসর নেওয়ার পর তিনি ফিরে যান তাঁর পৈতৃক ভিটে ত্রিপুরার খোয়াই জেলায়। সেখানে অজগর টিলায় তাঁর গ্রামে নানা সামাজিক কর্মকাণ্ড এবং স্কুল গড়ার জন্য প্রায় পাঁচ বিঘা জমি দান করেন ভারত সেবাশ্রম সঙ্ঘকে।
পাশাপাশি সেই জমিতে স্কুল বাড়ি সহ অন্যান্য ভবন গড়তে ধাপে ধাপে দিয়েছেন আরও প্রায় ৫০ লক্ষ টাকা। ভবন তৈরির কাজ এখনও বাকি। তাই তা শেষ করার অভিপ্রায়ে ফি বছর তিনি তিন লক্ষ টাকা করে দিয়ে চলেছেন। শুধু তাই নয়, এখনও গ্রামে দুঃস্থ ও অসহায় মানুষ বিপদে পড়লে তিনিই সহায় সম্বল হয়ে দাঁড়ান। এই অবসরপ্রাপ্ত বিচারক হলেন ডঃ নীরদরঞ্জন ঘোষ।