Aajbikel

মাধ্যমিকে যুগ্ম ভাবে প্রথম বাঁকুড়ার অর্ণব ও পূর্ব বর্ধমানের রৌনক

 | 
পড়ুয়া

কলকাতা: প্রকাশিত ২০২২-এর মাধ্যমিকের ফলাফল৷ এই বছর মাধ্যমিক পরীক্ষায় যুগ্নভাবে প্রথম স্থান অধিকার করেছে  দু’জন পরীক্ষার্থী। বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাই স্কুলের অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল। তাঁদের উভয়েরই প্রাপ্ত নম্বর ৬৯৩। দ্বিতীয় স্থানেও রয়েছেন দুই পরীক্ষার্থী। ৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল। ৬৯১ নম্বর পেয়ে যুগ্মভাবে তৃতীয় হয়েছেন আসানসোলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।  চতুর্থ হয়েছেন চার জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০।  

 

আরও পড়ুন- মাধ্যমিকের ফলে এবারও পাশের হারে সবার উপরে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং

শুক্রবার সকাল ন’টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তিনি জানান, এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল ১ লক্ষ ২০ হাজার ৯৬১ জন বেশি। যা প্রায় ১১ শতাংশ৷  পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী। এবছর মোট পাশের হার ৮৬.৬০ শতাংশ। পাশের হারের হিসেবে সামান্য পিছিয়ে ছাত্রীরা। ছাত্রী পরীক্ষার্থীর পাশের হার ৮৫.০০ শতাংশ৷ ছাত্র পরীক্ষার্থীর পাশের হার ৮৮.৫৯ শতাংশ৷ পর্ষদ সভাপতি জানিয়েছেন, চলতি বছরে পাশের নিরিখে এবছর প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। সাফল্যের হারে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। ফলপ্রকাশের ১৫ দিনের মধ্যে স্ক্রুটিনির জন্য অনলাইনে আবেদন করতে হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি৷ 

আজই মার্কশিট হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা৷ বেলা সাড়ে বারোটা নাগাদ স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে। তবে সকাল ১০ টা থেকেই অনলাইনে  রেজাল্ট দেখে নিতে পারবেন পড়ুয়ারা। রেজাল্ট দেখা যাবে  www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com,  www.schools9.com সহ মোট ১৪ টি ওয়েবসাইটে৷  এছাড়াও এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানা যাবে। তার জন্য WB10 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়া www.exametc.com-এ প্রি রেজিস্ট্রার করতে পারবেন রোল নম্বর দিয়ে। সেক্ষেত্রে মোবাইলে এসএমএস মারফত রেজাল্ট পৌঁছে যাবে আপনার কাছে। 

Around The Web

Trending News

You May like