স্কুলছুটদের স্কুলে ফেরাতে সরকারি উদ্যোগ গ্রহণের আর্জি ঐক্য মঞ্চের

স্কুলছুটদের স্কুলে ফেরাতে সরকারি উদ্যোগ গ্রহণের আর্জি ঐক্য মঞ্চের

কলকাতা: অবশেষে দীর্ঘ আন্দোলনের পর কোভিড আবহে স্কুল খোলা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য৷ সব কিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফের রাজ্যে চালু হতে পারে স্কুল-কলেজের পঠন পাঠন৷ এহেন আবহে সরকারি স্কুলগুলিকে বাঁচাতে স্কুলছুটদের স্কুলমুখী করতে একাধিক উদ্যোগের কথা সামনে নিয়ে এল পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ৷

ভগীরথবাবু বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে ‘পাড়ায় পাড়ায় স্কুল’ খোলার পাশাপাশি করোনা বিধি মেনে প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক স্তরেও স্কুলগুলিতে পঠনপাঠন শুরু করার কথা ভাবতে হবে। পাশাপাশি যেহেতু পাড়ায় পাড়ায় স্কুল প্রকল্প একটি আউটডোর প্রজেক্ট সেহেতু স্কুল কর্তৃপক্ষের মনোভাব থাকবে পার্শ্বশিক্ষকদের দিয়েই সমগ্র শিক্ষাটা করিয়ে নেওয়ার৷ তবে সেক্ষেত্রে রেগুলার টিচাররাও যাতে এই প্রকল্পে সরকারের নির্দেশ মতো সমানভাবে অংশগ্রহণ করে সেই বিষয়েও সরকারের দৃষ্টিপাত করতে হবে।’’

কেন একথা বলছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ৷ তিনি বলেন, ‘‘শিক্ষার অধিকার আইন ২০০৯ অনুযায়ী শিক্ষকদের মধ্যে কোনও বৈষম্য রাখা চলবে না। তাছাড়া শিক্ষার অধিকার আইন ২০০৯ এবং এনসিআরটির নিয়মানুসারে পার্শ্বশিক্ষকেরাও বর্তমানে রেগুলার টিচারদের সমান যোগ্যতাসম্পন্ন। ফলে কাজের ক্ষেত্রে কোনও বৈষম্য রাখা ঠিক নয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 2 =