কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফল৷ সকাল ৯টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের৷ এবার প্রথম দশে রয়েছে মোট ৫১ জন৷ এ বছর পাশের হার ৮৬.০৭ শতাংশ, এখনও পর্যন্ত সর্বোচ্চ৷ সাফল্যের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে, পাশের হার ৯৬ শতাংশ। দ্বিতীয় স্থানে কলকাতা, পাশের হার ৯২ শতাংশ।
এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব মেদিনীপুরের মহম্মদ দেশপ্রাণ বিদ্যাপীঠের সৌগত দাস। পেয়েছে ৭০০-র মধ্যে ৬৯৪। দ্বিতীয়, শ্রেয়সী পাল, ফালাকাটা গার্লস হাইস্কুল, আলিপুরদুয়ার (৬৯১)৷ দেবস্মিতা সাহা, ইলা দেবী গার্লস হাইস্কুল, কোচবিহার (৬৯১)৷
তৃতীয় স্থানে, ক্যামেলিয়া রায়, রায়গঞ্জ গার্লস হাইস্কুল, উঃ দিনাজপুর (৬৮৯)৷ ব্রতীন মণ্ডল, শান্তিপুর মিউনিসিপ্যাল হাইস্কুল, নদীয়া (৬৮৯)৷ চতুর্থ স্থানে, অরিত্র সাহা, বারবিশা হাইস্কুল, আলিপুরদুয়ার (৬৮৭)৷
পঞ্চম স্থানে সুকল্প দে, হুগলি কলেজিয়েট স্কুল, হুগলি (৬৮৬), রুমানা সুলতানা, কান্দি রাজা মণীন্দ্র চন্দ্র গার্লস হাইস্কুল, মুর্শিদাবাদ (৬৮৬)৷
ষষ্ঠ স্থানে সোহন দে, হুগলি গোঘাট হাইস্কুল, হুগলি, (৬৮৫)৷ সাবর্ণী চট্টোপাধ্যায়, রামপুরহাট হাইস্কুল, বীরভূম (৬৮৫)৷ সাহিত্যিকা ঘোষ, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুল, বর্ধমান (৬৮৫)৷ সুপর্ণা সাউ, আলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়, পঃ মেদিনীপুর (৬৮৫)৷ অঙ্কন চক্রবর্তী, মহিয়ারী কুণ্ডু চৌধুরী ইনস্টিটিউশন, হাওড়া (৬৮৫)৷ সপ্তম স্থানে গায়ত্রী মোদক, ইলাদেবী গার্লস হাইস্কুল, কোচবিহার (৬৮৪)৷ অনীক চক্রবর্তী, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল, পঃ মেদিনীপুর (৬৮৪)৷ সপ্তর্ষি দত্ত, বেদীভবন রবিতীর্থ বিদ্যালয়, নদীয়া (৬৮৪)৷
অষ্টম স্থানে শাহনওয়াজ আলম, শীতলকুচি হাইস্কুল, কোচবিহার (৬৮৩)৷ সায়ন্তন বসাক, গঙ্গারামপুর হাইস্কুল, দঃ দিনাজপুর (৬৮৩)৷ অর্কপ্রভ সাহানা, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল, বাঁকুড়া (৬৮৩)৷ কৌশিক সাঁতরা, বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল, বাঁকুড়া (৬৮৩)৷ সুদীপ্তা ধবল, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল, বাঁকুড়া (৬৮৩)
সায়ন্তন দত্ত, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া (৬৮৩)৷ পৃথ্বীশ কর্মকার, রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল, বাঁকুড়া (৬৮৩)৷ দেবলীনা দাস, আরামবাগ গার্লস হাইস্কুল, হুগলি (৬৮৩)৷ অয়ন্তিকা মাঝি, বর্ধমান বিদ্যার্থীভবন গার্লস হাইস্কুল, বর্ধমান (৬৮৩)৷ পুস্কর ঘোষ, কাটোয়া কাশীরাম দাস ইনস্টিটিউশন, পূর্ব বর্ধমান (৬৮৩)৷ সেমন্তী চক্রবর্তী, আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয়, দঃ ২৪ পরগনা (৬৮৩)৷
নবম স্থানে জয়েশ রায়, শীলাবাড়িহাট হাইস্কুল, আলিপুরদুয়ার (৬৮২)৷ অনুষ্কা মহাপাত্র, আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি (৬৮২)৷ সৌগত পাণ্ডা, বাঁকুড়া জেলা স্কুল, বাঁকুড়া (৬৮২)৷ শুভদ্বীপ কুণ্ডু, রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল, বাঁকুড়া (৬৮২)৷ সৌকর্য্য বিশ্বাস, বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত বিদ্যালয়, বীরভূম (৬৮২)৷ প্রত্যুষ করণ, কাঁথি হাইস্কুল, পূঃ মেদিনীপুর (৬৮২)৷ অরুণিমা ত্রিপাঠী, জ্ঞানদ্বীপ বিদ্যাপীঠ, পূঃ মেদিনীপুর (৬৮২)৷ অভিনন্দন জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দঃ ২৪ পরগনা (৬৮২)৷ ঐকিক মাঝি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দঃ ২৪ পরগনা (৬৮২)৷
দশম স্থানে সঞ্চারী চক্রবর্তী, রায়গঞ্জ গার্লস হাইস্কুল, রায়গঞ্জ (৬৮১)৷ সায়ন্তিকা দাস, বার্লো গার্লস হাইস্কুল, মালদহ (৬৮১)৷ সৌধ হাজরা, রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ, বাঁকুড়া (৬৮১)৷ সাখী কুণ্ডু, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল, বাঁকুড়া (৬৮১)৷ রিমা চৌধুরী, বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাইস্কুল, বাঁকুড়া (৬৮১)৷ সৌম্যদ্বীপ দত্ত, ধনেখালি মহামায়া বিদ্যামন্দির, হুগলি (৬৮১)৷ অরিত্র মহরা, সিউড়ি নেতাজি বিদ্যাভবন, বীরভূম (৬৮১)৷ সায়নিকা রায়, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পশ্চিম বর্ধমান (৬৮১)৷ শুভদ্বীপ মাঝি, বাঁধগোড়া অঞ্চল বিদ্যালয়, ঝাড়গ্রাম (৬৮১)৷ সহেলি রায়, রহড়া ভবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস, খড়দহ (৬৮১)৷ দেবমাল্য সাহা, রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম, খড়দহ (৬৮১)৷ অঙ্কিতা কুণ্ডু, হাবড়া কামিনীকুমার গার্লস হাইস্কুল, উঃ ২৪ পরগনা (৬৮১)৷ সোহম দাস, যাদবপুর বিদ্যাপীঠ, কলকাতা (৬৮১)৷
এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষায় বসে ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ জন পড়ুয়া, গত বছরের তুলনায় ১৮ হাজার কম। লোকসভা ভোটের জন্য এবারের মাধ্যমিক পরীক্ষা গতবারের তুলনায় মাসখানেক এগিয়ে আসে। পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যে ফল প্রকাশই নিয়ম। সেই মতো ৮৮ দিনের মাথায় আজ মাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে।