উচ্চমাধ্যমিক স্কুলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি মাসেই, বিজ্ঞপ্তি সংসদের

 উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের রেজিস্ট্রেশন ফর্ম জমা করার ক্ষেত্রে সংসদ কর্তৃক প্রদত্ত স্কুলগুলির সাম্প্রতিক স্বীকৃতির রিনিউয়াল বা রিনিউয়ালের রিসিট জমা করা বাধ্যতামূলক। এই রিসিট ছাড়া কোনো ফর্ম গ্রাহ্য হবেনা।

কলকাতা: আগামী ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য রাজ্যের উচ্চমাধ্যমিক স্কুলগুলির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি মাসেই। এই মর্মে  বুধবার  একটি নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সমস্ত উচ্চমাধ্যমিক স্কুলগুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই  নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করা যাবে।  এরপর পর ফর্ম পূরণ করে ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবরের মধ্যে৷ সংসদের আঞ্চলিক অফিসে সেটি জমা করতে হবে। 

নির্দেশিকায় আরও বলা হয়েছে, এই ফর্মের সঙ্গে সংসদ কর্তৃক প্রদত্ত স্কুলগুলির সাম্প্রতিক স্বীকৃতির রিনিউয়াল বা রিনিউয়ালের রিসিট জমা করা বাধ্যতামূলক। এই রিসিট ছাড়া কোনও ফর্ম গ্রাহ্য হবে না বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে৷ 

করোনা আবহে এখনও পর্যন্ত স্কুল খোলার বিষয়ে নিশ্চিত কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি রাজ্য শিক্ষা দফতর। গত জুলাইয়ের শেষের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ৫ সেপ্টেম্বর থেকে স্কুল খোলা হতে পারে। সেক্ষেত্রে পড়ুয়াদের নিয়মিত স্কুলে যেতে হবে না বা একদিন অন্তর ক্লাস করানো হবে বলেও জানানো হয়েছিল। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে এর মধ্যেই আগামী শিক্ষাবর্ষের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রস্তুতি পর্ব ধাপে ধাপে শুরু করতে চাইছে রাজ্য শিক্ষা দফতর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =