কলকাতা: টানা দু’মাসের ছুটি দেওয়ার রাজ্য সরকারি ঘোষণার পর থেকে নানা মহল থেকে আসছিল সমালোচনার ঝড়৷ লাটে উঠেছিল পঠনপাঠন৷ মিডডে মিল বন্ধ নিয়েও উঠছিল একাধিক প্রশ্ন৷ রাজ্যজুড়ে তীব্র সমালোচনার পর অবশেষে আগেই সিদ্ধান্ত থেকে পিছু হটল রাজ্যের শিক্ষা দপ্তর৷
আজ, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে স্কুলে গরমের ছুটি কমিয়ে আনার ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ ৩০ জুনের পরিবর্তে আগামী ১০ জুন খুলবে স্কুল৷ জুনের দ্বিতীয় সপ্তাহে স্কুল খুলতে পারে বলে আগেই প্রতিবেদন প্রকাশ করেছিল আজ বিকেল ডট কম৷ শিক্ষামন্ত্রীর ঘোষণার পরই স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়, নির্ধারিত সূচি মেনে ৮ জুনই শেষ হচ্ছে গরমের ছুটি৷ ৯ জুন রবিবার৷ সুতরাং ১০ জুনই খুলছে স্কুল৷
ফনির জেরে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দেয় রাজ্য। মে মাসের শুরুতেই সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। এই নির্দেশ অনুযায়ী ৩ মে ২০১৯ থেকে ৩০ জুন পর্যন্ত স্কুলগুলিকে ছুটি ঘোষণা করা হয়৷ এবার বৃহস্পতিবার নতুন বিজ্ঞপ্তি দিয়ে স্কুল ছুটি কমিয়ে আনার ঘোষণা রাজ্যের৷
তাপপ্রবাহের কারণেই টানা ৩০ জুন পর্যন্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু ওই সিদ্ধান্ত নিয়ে অনেকেই আপত্তি তোলেন। বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় সরব হন৷ তৃণমূলে ও প্রশাসনের অভ্যন্তরেও সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি ওঠে৷ লোকসভা ভোটের ফল প্রকাশের পর সেই দাবি আরও জোরালো হয়৷ বহু স্কুলেই ভোটের বুথ হয়েছিল৷ কোথাও কোথাও আধাসামরিক বাহিনীর ক্যাম্প হয়েছিল৷ সোমবারই নির্বাচন পর্ব পুরোপুরি মিটে যাওয়ার প্রশাসন আবার রাজ্য সরকারের অধীনে চলে এসেছে৷ এর পরও কেন স্কুলে ছুটি৷ তা নিয়ে আলোচনা শুরু করে শিক্ষা দপ্তরে৷ পরে আজ সিদ্ধান্ত বদলের ঘোষণা৷