পূর্ব মেদিনীপুর: মাধ্যমিক পরীক্ষায় ৬৯৩ নম্বর পেয়ে যুগ্ম প্রথম হয়েছেন বর্ধমান সিএমএস স্কুলের ছাত্র রৌনক মণ্ডল৷ ছোট মেধাবী রৌনক বড় হয়ে ডাক্তার হতে চান৷ সেই স্বপ্ন পূরণে তাঁর লক্ষ্যই ছিল জীবনের প্রথম বড় পরীক্ষায় শীর্ষ স্থান দখল৷ সেই স্বপ্ন সফল হয়েছে তাঁর৷
আরও পড়ুন- আগামী বছর মাধ্যমিক কবে? পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করলেন পর্ষদ সভাপতি
রৌনকের বাবা কুন্তল মণ্ডল প্রাথমিক স্কুলের শিক্ষক৷ তিনি জানান, ঘড়ি ধরে কোনও দিনই পড়াশোনা করত না ছেলে৷ কখনও রাত ১২টা পর্যন্ত পড়াশোনা চলত৷ কখনও আবার ৯টার মধ্যেই পড়া শেষ করে ফেলত৷ ছোট থেকেই মেধাবী সে৷ স্কুলে প্রথম বা দ্বিতীয় স্থানের মধ্যেই ছিল বাঁধা৷ বার মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থান বাঁধা ছিল রৌনকের৷ মাধ্যমিকে প্রথম হওয়ায় স্বভাবতই খুশির হাওয়া বর্ধমানের মণ্ডল পরিবারে।
পাঠ্য বইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান সহ নানা ধরনের বই পড়তে ভালোবাসেন রৌনক। সেই সঙ্গে চলে সঙ্গীত চর্চাও৷ রৌনকের মা গৃহ শিক্ষক৷ তিনিও কোনও দিন পড়াশোনার জন্য ছেলের উপর বাড়তি চাপ সৃষ্টি করেননি৷ ছেলে নিজের মতো করেই পড়াশোনা করেছে৷ তাঁর সাফল্যে গর্বিত গোটা পরিবার৷
জানা গিয়েছে, রৌনকের পরিবার বর্ধমানের গোলাহাট এলাকায় ভাড়া থাকে। রৌনকের বাবা জানান, ছেলে লেখাপড়ার জন্যই খণ্ডঘোষ ব্লকের কুকুরা গ্ৰাম ছেড়ে বর্ধমান শহরে চলে আসেন তাঁরা। ছেলের সাফল্যে রৌনকের খুশি বাবা–মা৷ তাঁদের কথায়, ‘আমাদের পরিশ্রম সফল হয়েছে।’
মাধ্যমিকে প্রথম হওয়ার পর রৌনক বলেন, ‘আগামী দিনে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই। এই সাফল্যের পিছনে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং গৃহশিক্ষকদের সব়োগিতা রয়েছে। মা বারবার অনুপ্রাণিত করেছে। কোনওদিন পড়াশোনার জন্য বকেননি। বরং কঠিন বিষয় সহজভাবে বুঝিয়ে দিয়েছেন।’