কলকাতা: প্রকাশিত মাধ্যমিকের ফলাফল৷ মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছেন ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র রৌনক মণ্ডল৷ জীবনের প্রথম বড় পরীক্ষায় রৌনকের প্রাপ্ত নম্বর ৬৯২৷ ছেলের সাফল্যে খুশির হাওয়া পরিবারে৷ রৌনক আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চান৷ সেই ভাবেই শুরু হবে তাঁর প্রস্তুতি৷
আরও পড়ুন-আগামী সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের ফল, দিন ঘোষণা শিক্ষা সংসদের
রৌনকের বাবা পেশায় শিক্ষক৷ মা গৃহবধূ৷ ছোট থেকে পড়াশোনা ছাড়া আর কিছুই বুঝতেন না তিনি। বলতে গেলে দিন-রাত বই মুখে নিয়েই বসে থাকতেন। ছোটবেলা থেকে বাবার কাছেই পড়াশোনা করেছেন। দিন ভর পড়াশোনার মাঝে বিকেলে একটু খেলা। তার পর আবার পড়তে বসা। সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে টিউশন ছিল রৌনকের৷ ছেলের সাফল্যে মণ্ডলবাড়িতে চলছে মিষ্টিমুখ৷
রৌনক জানান, পরীক্ষার আগে দিনে ৮ ঘণ্টা পড়াশোনা করতেন তিনি৷ পড়াশোনা ছাড়া ভালোবাসেন ছবি আঁকতে আর গল্পের বই পড়তে৷ ফুটবল দেখতেও ভালোবাসেন মাধ্যমিকের সেকেন্ড বয়৷ তাঁর কথায়, বাবা-মা, স্কুলের শিক্ষক ও প্রাইভেট শিক্ষকদের সহযোগিতায় তাঁর এই সাফল্য৷
মাধ্যমিকে যুগ্ম ভাবে দ্বিতীয় ও মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন কৌশিকী সরকার। মালদা গাজোলের আদর্শবাণী হাইস্কুলের ছাত্রী কৌশিকীর প্রাপ্ত নম্বর ৬৯২৷ ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী৷ তবে সারাক্ষণ বই মুখে নিয়ে বসে থাকা তার একেবারেই না-পসন্দ৷ বেশিক্ষণ পড়াশোনা করত না। এমনকী, রাতজেগেও কোনওদিন পড়েনি সে। কিন্তু যতটুকু পড়েছেন, তা গভীর ভাবে৷ আর তাতেই ধরা দিয়েছে সাফল্য৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>