ইঞ্জিনিয়ারিং-এ রামায়াণ-মহাভারত, MBBS-এ দীনদয়াল উপাধ্যায়! সিলেবাস বিতর্কে রাজ্য

ইঞ্জিনিয়ারিং-এ রামায়াণ-মহাভারত, MBBS-এ দীনদয়াল উপাধ্যায়! সিলেবাস বিতর্কে রাজ্য

ভোপাল:  মধ্যপ্রদেশে ইঞ্জিনিয়ারিং-এর সিলেবাসে এবার রামায়ণ, মহাভারত, রামচরিত মানস৷ রামচন্দ্রের চরিত্র ও তাঁর সমসাময়িক কাজ এখনকা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য খুবই প্রয়োজনীয়৷ এমনটাই দাবি উচ্চশিক্ষামন্ত্রী মোহন যাদবের৷ তবে শুধু ইঞ্জিনিয়ারিং নয়, এমবিবিএস-এর পাঠ্যক্রমেও আসছে বদলে৷ নয়া সিবাসে যুক্ত হচ্ছে কেবি হেডগেওয়ার, দীনদয়াল উপাধ্যায়ের জীবনী৷ পড়ানো হবে স্বামী বিবেকানন্দ এবং ড. বিআর আম্বেদকরের জীবন দর্শন নিয়েও৷ এমনটাই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্বাস সারঙ্গের৷ 

আরও পড়ুন- কবে হবে ২০২২-এর উচ্চমাধ্যমিক? রাজ্যের কাছে প্রস্তাবিত রুটিন পাঠাল সংসদ

এ প্রসঙ্গে মোহন যাদব বলেন, নয়া শিক্ষানীতির পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষায় যে সিলেবাস তৈরি করা হয়েছে তাতে ঐচ্ছিক বিষয়ের মধ্যে এটা রাখা হয়েছে৷ যাঁরা ভগবান রাম সম্পর্কে জানতে চাইবেন বা তাঁর সময়কালে কোনও নির্মাণ কাজ সম্পর্কে বুঝতে চাইবে, তাঁরা এই বিষয়টি ঐচ্ছিক বিষয় হিসাবে পড়তে পারবেন৷ সঙ্গে দীনদয়াল উপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের জীবনী থাকছে৷ বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে তা পড়ানো হয়৷ 

অন্যদিকে,  মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী সারঙ্গের কথায়, নয়া সিলেবাসের মূল লক্ষ্যই হল এমবিবিএস-এর পড়ুয়াদের সামাজিক আর নৈতিক মূল্যবোধ সম্পর্কে জ্ঞান দেওয়া। কেবি হেডগেওয়ার, দীনদয়াল উপাধ্যায়, স্বামী বিবেকানন্দ সকলেই সঙ্ঘের হিন্দুত্বর পথের অংশ। তাঁদের ভারতীয় জনতা পার্টির বৈচারিক এবং রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে মান্যতা দেওয়া হয়।” 

আরও পড়ুন- ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির ‘গেট’ পরীক্ষা

এর আগে শিক্ষামন্ত্রী আরও জানিয়েছিলেন, এমবিবিএস-এর প্রথম বর্ষের পড়ুয়াদের আয়ুর্বেদের জনক মহর্ষি চরক আর শল্য চিকিৎসার জনকরূপে পরিচিত মহান চিকিৎসাশাস্ত্রী ঋষি শুশ্রতর বিষয়েও পড়ানো হবে।”
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *