নিয়োগে দুর্নীতি রুখতে ভরসা জোগাবে রাজপথ, বৃহস্পতিতে উঠবে আওয়াজ

আজ বিকেল: রাজ্যের সরকারি চাকরির দূরাবস্থা নিয়ে বাসিন্দাদের অভিযোগের শেষ নেই। এসএসসি থেকে শুরু করে পিএসসি এমনকী, স্কুল সার্ভিস কমিশন সবেতেই দুর্নীতির ধ্বজা পত পত করে উড়ছে। চাকরি ক্ষেত্রে দুর্নীতি দেখে বিরক্ত রাজ্যবাসী। চাকরিপ্রার্থীরা উত্তীর্ণ হয়েও চাকরি পাচ্ছেন না। ন্যায্য দাবি আদায়ে বিভিন্ন সময় অনশনে বসতে হচ্ছে। তবুও প্রতিকার নেই। নিয়োগ নিয়ে বিভিন্ন অসচ্ছতা, সমান

নিয়োগে দুর্নীতি রুখতে ভরসা জোগাবে রাজপথ, বৃহস্পতিতে উঠবে আওয়াজ

আজ বিকেল: রাজ্যের সরকারি চাকরির দূরাবস্থা নিয়ে বাসিন্দাদের অভিযোগের শেষ নেই। এসএসসি থেকে শুরু করে পিএসসি এমনকী, স্কুল সার্ভিস কমিশন সবেতেই দুর্নীতির ধ্বজা পত পত করে উড়ছে। চাকরি ক্ষেত্রে দুর্নীতি দেখে বিরক্ত রাজ্যবাসী। চাকরিপ্রার্থীরা উত্তীর্ণ হয়েও চাকরি পাচ্ছেন না। ন্যায্য দাবি আদায়ে বিভিন্ন সময় অনশনে বসতে হচ্ছে। তবুও প্রতিকার নেই। নিয়োগ নিয়ে বিভিন্ন অসচ্ছতা, সমান কাজে সমান বেতন, অস্থায়ী কর্মীদের স্থায়ী নিয়োগের দাবিতে এবার সার্বিকভাবে আন্দোলনে শামিল গোটা বাংলা। আগামী ২৫ অপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার পথে নামবে বিভিন্ন কর্মী সংগঠন। কলকাতার সুবোধমল্লিক স্কোায়ার থেকে লেনিন মূর্তি পর্যন্ত মিছিল যাবে। তাঁর লেনিন মূর্তির পাদদেশে হবে দাবি আদায়ের জমায়েত।

জানা গিয়েছে, জমায়েতে অংশ নেওয়ার পাশাপাশি রাজ্যপালকে দাবিদাওয়া নিয়ে স্মারকলিপিও দেওয়া হবে। সরকারি ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্তস্থায়ী, অস্থায়ী, ঠিকা, চুক্তিভিত্তিক ও সাম্মানিক শ্রমিক কর্মচারী , শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধু, এসএসকে, এমএসকে, আশা, কেজিবিভি, মিড-ডে-মিল কর্মী ও কর্মপ্রার্থীদের যৌথ উদ্যোগেই এই জমায়েতের আয়োজন করা হয়েছে।

দাবি দাওয়ার মধ্যে রয়েছে, পঞ্চদশ শ্রম সূত্র অনুসারে ন্যূনতম বেতন ভাতা নির্ধারণ, সমকাজে সমবেতন, সমস্ত শূন্যপদ পূরণ, অনিয়মিত, ক্যাজুয়াল, ঠিকা-চুক্তি, সাম্মানিক প্রথা রদ ও কর্মরতদের স্থায়ীকরণ, স্থায়ী পদে স্থায়ী নিয়োগ ও অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ বন্ধ, নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও চাকরিতে যোগদানের সময় যোগ্যপ্রার্থীদের নিয়োগপত্র দেওয়া, প্যানেল ভুক্ত যোগ্য প্রার্থীদের নিয়োগ,বেতন সংশোধন ও মহার্ঘ্য ভাতার অধিকার কার্যকরী করা, নির্দিষ্ট পদে সমস্ত কর্মীদের সরকার নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুসারে বেতন কাঠামো নির্ধারণ ইত্যাদি ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 6 =