রবীন্দ্রভারতীতে জাত তুলে ৫ অধ্যাপককে হেনস্থা, প্রতিবাদে গণইস্তফা

কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জাত তুলে পাঁচ অধ্যাপককে হেনস্থা৷ রায়ের রং নিয়ে গঞ্জনা৷ প্রতিবাদে ইস্তফার অধ্যাপকদের৷ কাঠগড়ায় টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ৷ গোটা ঘটনায় তদন্তের আশ্বাস উপাচার্য সব্যসাচী বসুর৷ বর্ণবিদ্বেষ রুখতে বারংবার কলম ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর৷ আত তারই নামাঙ্কিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জাত তুলে পাঁচ অধ্যাপককে হেনস্থার অভিযোগ৷ প্রতিবাদে একদিনে চার বিভাগীয় প্রধানের ইস্তফা৷ বিশ্ববিদ্যালয়ের তিনটি সংস্থার অধিকর্তারও

রবীন্দ্রভারতীতে জাত তুলে ৫ অধ্যাপককে হেনস্থা, প্রতিবাদে গণইস্তফা

কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জাত তুলে পাঁচ অধ্যাপককে হেনস্থা৷ রায়ের রং নিয়ে গঞ্জনা৷ প্রতিবাদে ইস্তফার অধ্যাপকদের৷ কাঠগড়ায় টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদ৷ গোটা ঘটনায় তদন্তের আশ্বাস উপাচার্য সব্যসাচী বসুর৷

বর্ণবিদ্বেষ রুখতে বারংবার কলম ধরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর৷ আত তারই নামাঙ্কিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে জাত তুলে পাঁচ অধ্যাপককে হেনস্থার অভিযোগ৷ প্রতিবাদে একদিনে চার বিভাগীয় প্রধানের ইস্তফা৷ বিশ্ববিদ্যালয়ের তিনটি সংস্থার অধিকর্তারও পদত্যাগ রয়েছেন৷ অভিযুক্ত টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের৷ যদিও, গোটা ঘটনার দায় এড়িয়েছে শাসক দলের ছাত্র সংগঠন৷ অধ্যাপিকার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য সব্যসাচী বসুর৷ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলেজ কর্তৃপক্ষের৷

অভিযোগ, ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই এক অধ্যাপিকাকে হেনস্থা করা হয়৷ কোমরে সমস্যা থাকার কথা জানার পরও তাঁকে তিন ঘণ্টার দাঁড় করিয়ে হেনস্থা করার অভিযোগ৷ দীর্ঘ সময় তাঁকে জলস্পর্শ পর্যন্ত করেতে দেওয়া হয়নি৷ উল্টে তাঁর দিকে জলের বোতল ছুড়ে মারা হয় বলেও অভিযোগ উঠেছে৷ তাঁকে ফাঁসানোর জন্য ছাত্র সংসদের তরফে তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয় বলেও অভিযোগ৷ জাত তুলে হেনস্থা সহ অধ্যাপিকার গায়ের রঙ নিয়েও কটাক্ষ করা হয়৷ হেনস্থার তালিকা থেকে বাদ যান অন্য তফশিলি অধ্যাপকরাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 13 =